পৃষ্ঠাসমূহ

Wednesday, September 4, 2013

স্টাডি ইন পর্তুগাল



ইউরোপীয় ইউনিয়নভুক্ত পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। দেশটি মোটামোটি ভাল উন্নত। দেশটির মাথা পিছু আয় প্রায় ২২০০০ ডলার। বিভিন্ন দেশের মাথা পিছু আয় দেখতে
এই লিঙ্ক এ প্রবেশ করুন

পড়াশোনার মান;

পড়াশোনার মান বেশ ভাল। এখানে কয়েক টি ওয়াল্ড রাংকিং এউনিভার্সিটি আছে। ইউরোপীয় অন্যান্য দেশের মতো পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ব্যাচেলর ডিগ্রি কোর্স, মাস্টার্স ডিগ্রি কোর্সসহ পিএইচডি পর্যায়ের বিভিন্ন কোর্স বিদ্যমান। এখানে ব্যাচেলর কোর্সগুলো ৩-৫ বছর মেয়াদী হয়। 

টিউশন ফি;

পর্তুগালে টিউশন ফি মোটামোটি কম। সাধারনত ৭৫০-৩৭০০ ইউরো হয়ে থাকে। আমি বেশ কয়েক টি এউনিভার্সিটির লিং দিছি। দয়া করে দেখে নিন। http://www.4icu.org/pt/

এপ্লাই করা;

এপ্লাই করার দুই টা সেমিস্টার আছে পরবর্তি সেমিস্টার এ এপ্লাই এ আগ্রহী হলে সেপ্টম্বর-অক্টবর এ ডেডলাইন। এপ্লাই করার আগে মেইল করে জানান প্রতিষ্ঠানগুলোতে

পড়াশোনার ভাষা;

পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত পর্তুগিজ ভাষায় পড়াশোনা করানো হয়। মাস্টার্স এ ইংরেজিতে পড়াশোনা করা যায়। ব্যাচেলর ডিগ্রি কোর্স সাধারনত পর্তুগিজ ভাষা হয়ে থাকে। তবে অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়. ইংরেজিতে পড়াশোনা আগ্রহী হলে মিনিমাম IELTS ৫.৫ থেকে ৬.৫ লাগবে. তবে ব্যাচেলর এ IELTS ছাড়া ও পড়া যাই

লিভিং কস্ট;

এখানে থাকা খাওয়া ও অন্যান্য খরচ বাবদ একজন শিক্ষার্থীর মাসে প্রায় ২৫০€ থেকে ৩৫০€ লাগে।

কাজ; 

 বিদেশী শিক্ষার্থী সপ্তাহে ১৫-২০ ঘন্টা পার্টটাইম কাজ করতে পারে। সামার এর ছুটিতে আপনি ৯০ দিন ফুলটাইম কাজ করতে পারবেন । পার্ট টাইম কাজ করে মিনিমাম ৪৫০€ আর্ন করা যায়

পড়াশুনার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জান তে ভিসিট করুন
http://www.studyineurope.eu/study-in-portugal

No comments:

Post a Comment