পৃষ্ঠাসমূহ

Sunday, September 8, 2013

কোন কোন দেশে ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে?

ব্যংক স্টেটমেন্ট দেখাতে হয় মূলত যেই দেশে যাবেন ঐ দেশে যাওয়ার পর থাকা খাওয়ার জন্য জাস্ট ফরমালিটি ।

1. অস্ট্রেলিয়ার জন্য দেখাতে হবে ৪০-৪৫ লক্ষ টাকা

2. আমেরিকার জন্য দেখাতে হবে ১৫-২৫ লক্ষ টাকা

3. কানাডার জন্য দেখাতে হবে ২৫-৩৫ লক্ষ টাকা

4. ব্রিটেন এর ক্ষেত্রে ১০০০০ পাউন্ড.= ১২ লক্ষ টাকা 

5. সুইডেনের ক্ষেত্রে ১০.৫ লক্ষ টাকা 

6. ফিনলান্ডের ক্ষেত্রে ৬৭২০ ইউরো । প্রায় ৭ লক্ষ টাকা

7. আয়ারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো = ৮ লক্ষ টাকা 

8. অস্ট্রিয়া এর ক্ষেত্রে ৬৫০০ ইউরো = ৬ লক্ষ ৫০ হাজার টাকার বেশি

9. পোল্যান্ড ৫৫০০-৬৫০০ USD . ৪-৫ লক্ষ টাকা প্রায় 

10. লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ৫০০০-৬৫০০ ইউরো = ৫-৭লক্ষ টাকা

11. ইতালির ক্ষেত্রে ৭০০০-৭৫০০ ইউরো= ৭-৮লক্ষ টাকা 

12. নেদারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো =৭.৫ লক্ষ টাকা 

13. বেলজিয়াম এর জন্য ৭০০-৭৫০০ ইউরো= ৭-৭.৫ লক্ষ

14. পর্তুগালের জন্য ৫০০০-৬০০০ ইউরো =৫-৬ লক্ষ টাকা

15. স্পেন এর ক্ষেত্রে ৬০০০-৭০০=৬-৭ লক্ষ .
রোমানিয়া , বুলগেরিয়া এর ক্ষেত্রে ৫০০০-৬০০০=৫-৬লক্ষ টাকা

16. সাইপ্রাস এর ক্ষেত্রে ৫০০০ ইউরো = ৫ লক্ষ টাকা 

17. জার্মানি এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে . দেশ থেকে দেখাতে হবে ৭৯০৮ যাওয়ার পর ৮০৪০ ইউরো দেখাতে হবে 

18. নরওয়ের জন্য ১২৫০০ ইউরো= ১৩ লক্ষ টাকা  ব্লক একাউন্ট দেখাতে হবে 

তবে কিছু কম বেশি হতে পারে । যখন যাবেন তখন ইউনিভারসিটি বলে দেবে কত ব্যাংক এ রাখতে হবে ।

No comments:

Post a Comment