পৃষ্ঠাসমূহ

Thursday, September 5, 2013

Study in Netherland

যারা নেদারল্যান্ড পড়তে ইচ্ছুক পোস্টাটা তাদের জন্য ।ইউরোপের
Schengen সদস্যের অন্তর্ভূক্ত একটি দেশ ।ইউরোপের দেশ
গুলোর মধ্য অন্যতম একটি দেশ ।নেদারল্যান্ড এর অপর একটি নাম
আছে আর সেটি হল হল্যান্ড ।দেশটির প্রধান সিটি হল আমস্টারডাম
(Amsterdam) ।ইউরো ছাড়া এর নিজস্ব মুদ্রা আছে আর সেটি হল গিলডার ।নেদারল্যান্ড এর ভাষাকে ডাচ (Dutch) বলা হয় ।ইউরোপ এর
অনান্য দেশ এর তুলনার এর টিউশন ফি অনেক বেশি ।নেদারল্যান্ড
দেশটি শিক্ষার দিক থেকে ও অনেক এগিয়ে কিছু ইউনিভার্সিটির
ওয়ার্ল্ড রাংকিং আছে ।প্রতি বছর এখানে অনেক বিদেশী ছাএ
স্কলারশিপ এবং সেলফ ফিন্যান্স এ পড়তে আসে ।নেদারল্যান্ড
আডমিশন পেতে হলে আপনাকে IELTS/TOFEL এ ভালো স্কোর থাকতে হবে ।IELTS 6 এবং TOFEL 550 পেলে আডমিশন পাবেন ।
টিউশন ফি অনেক বেশি হওয়ায় বাংলাদেশী অনেক স্টুডেন্ট সেলফ
ফিন্যান্স পড়তে যায় না ।কারন পার্ট টাইম জব করে টিউশন
ফি দেওয়া সম্ভব না ।বেশির ভাগ স্টুডেন্ট বাংলাদেশ থেকে স্কলারশিপ
নিয়ে যায় ।ব্যাচেলর এ টিউশন ফি 6000-12000€ প্রতি বছর
এবং মার্স্টাসে 8000-20000€ প্রতি বছর দিতে হয় ।application fee 100€ মত দিতে হয় নন রিফাধডেবল হিসেবে ।জব
করতে হলে নেদারল্যান্ড ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি নিতে হয় ।
ব্যাচেলর এ সাধারনত 10 ঘন্টা এবং মার্স্টসে 20 ঘন্টা করতে পারবেন
প্রতি সপ্তাহে ।প্রতি ঘন্টায় 5-8€ করে পারেন সেটা অবশ্যই
সেটা ডাচ ভাষাতে দক্ষতা থাকতে হবে ।নেদারল্যান্ড
ইউনিভার্সিটি গুলোতে সাধারনত দুইটা semester এ ক্লাস শুরু হয় winter এবং summer ।winter semester সেপ্টেম্বর এর
দিকে এবং summer semester ফেব্রুয়ারীয় মধো শুরু ।টিউশন
ফি আর লিভিং কস্ট মিলে 13-15 লাখ টাকা দেখালেই হয় ।পেপার
পাঠানোর সময় নোটারি করলেই হয় ।PR পেতে একটু কঠিন তবে PR
5-7 থাকতে হতে পারে ।
Student accommodation: EUR 350-600 per month Loaf of bread (500g): EUR 1.30
Milk (1l): EUR 0.80
Tomatoes (1kg): EUR 2.50
Chicken breast (1kg): EUR 6.50
Meal in a cheap restaurant: EUR 10
Beer in a bar (0,5l): EUR 4 Beer in a supermarket (0,33l): EUR 0.50

No comments:

Post a Comment