পৃষ্ঠাসমূহ

Thursday, September 5, 2013

স্টাডি ইন অস্ট্রিয়া

নিজের লেখা প্রথম পোস্ট অষ্টিয়া সর্ম্পকে কিছু গুরুতপূর্ন তথ্য ।
1.অষ্টিয়া তে বাংলাদেশী স্টুডেন্ট এর জন্য বেতন প্রায় ফ্রী বললেই
চলে । 2.400-850€ পর্যন্ত হতে পারে প্রতি সেমিস্টার। 3.অষ্টিয়ান
ইউনিভার্সিটি তে আডমিশন পেতে হলে দুইটা রিকয়রমেন্ট লাগেবে ।
একটা হল ল্যাংগুয়েজ কোর্সে b1-c1 কমপিলিট করা ।আর একটা হল
ইংলিশ ভাষা টেষ্ট স্কোর (IELTS 6 হলে আডমিশন পেতে সহজ হবে অথবা TOFEL) । 4.তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় তে জার্মন
ভাষাতে পড়ানো হয় । 5.ব্যাংক স্টেটমেন্ট বয়স হিসেবে লিভিং কষ্ট
দেখাতে হয়। 6.যাদের বয়স 24 এর কম তাদের কে 433€.12(মা
স)=5196 ইউরো ।আর 24 আপ হলে 783€.12(মাস)=9396
ইউরো। 7.পেপারস অব্যশই লিগালাইজেশনকরাতে হবে ।সেক্ষেত্র
ে প্রথমে নিজ বোর্ড থেকে ভেরিফাই করাতে হবে তারপর পরাষ্ট মন্তলায় থেকে করতে হবে ।তবে যা করার নিজে করবেন দালাল
ধরে করতে গেলে সমস্যা হতে পারে সেজন্য কোন ফি লাগবেনা ।
এগুলো শেষ হলে অষ্টিয়া কনসুলেট থেকে সত্যয়িত করতে হবে ।তারপর
airmail করতে হবে । 8.জার্মন ল্যাংগুয়েজ কোর্স আপনি আপনার
বিশ্ববিদ্যালয়তেই করতে পারবেন university joint access
program নামে কোর্স আছে ।সেক্ষেত্রে 450€ মতো পেয়িড করতে হতে পারে ।প্রাইভেট প্রতিষ্টানে ও করতে পারবেন
তবে সেটা অনেক ব্যয়বহুল ।সেজন্য আপনাকে 2300-4000€
দিতে হতে পারে । 9.পর্টাইম জব করার সুযোগ আছে ব্যাচলরদের জন্য
10 hour এবং মার্স্টারদের জন্য 20 hour ।তবে ব্যাচলরদের জন্য
লিভিং কষ্ট মেনেজ করাটাই যথেষ্ট ।জব পেতে হলে অব্যশই
আপনাকে জার্মান ভাষাতে দক্ষ হতে হবে । 10.living cost 300-800€ মতোলাগতে পারে সেটা আপনার ওপর নির্ভর করবে ।
11.সাধারনত ব্যাচেলর প্রগ্রাম 6-8 সেমিষ্টার ।মাষ্টার্স প্রগ্রাম 2-4
সেমিষ্টার এবং ডক্টরল প্রগ্রাম মিনিমাম 6 সেমিষ্টার ।
12.admission latter পাওয়ার পর অব্যশই
আপনাকে দিল্লিতে যেতে হবে ভাইভার জন্য কারন বাংলাদেশে কোন
অষ্টিয়ান embassy নাই। 13.আপনি সাধারনত দুইটা সেমিস্টার এ apply করতে পারবেন ।ফ্রেবরুয়ারি 1 এর আগে summer
semester এবং সেপ্টেমবার 1 এর আগে winter semester এ
আপনার পেপার সাবমিট করা লাগবে । তবে ব্যাচলর এ
ভিসা পেতে একটুকঠিন embassy না থানার কারনে ।সেক্ষেত্র
ে গোয়েথ থেকে a1 করা থাকলে ভিসা পেতে সহজ হবে ।তবে রিজাল্ট
ভালো হলে খুব বেশি সমস্যা হবে না ।

2 comments:

  1. ভাই কতো খরচ হবে?

    ReplyDelete
  2. ভাই অনার্স শেষ করে যাওয়া যাবে? আর কতো টাকা লাগবে?

    ReplyDelete