পৃষ্ঠাসমূহ

Monday, September 16, 2013

Study in Belgium

Belgium is situated in west part of Europe. It's included in European Union. And also Belgium is the founder of EU. Economical condition so much well. Here GDP rate more than $45000 per capita. I think,  Belgium is wonderful choise to study

Language; 

Here, the language is Dutch. If you are interested to study here, you have to know the basic level of dutch. But you can study in English medium in Belgium. Most of the program taught in Dutch language. 

Study level;
You can study at bachelor masters and Phd level. Duration of bachelor level is 3-4 years in belgium. First choose what your target.

Tuition fees;

Here tuition fees is so much less than others EU countries. Tuiotion fees depends on university to university. But in avarage, 450-1500 euro. You can search here to know tuition and university ranking

Living cost;

Here, you can bear your whole cost like room rent, foods, transportation and others expenses within
300-450 euro

Job; 

15-20 hours are allowed per week for international students. You can work full time  in weekend and also full time In summer for 3 months.

Bank statement; 

You  have to show 7500 euro as a bank statement. After getting visa you can easily withdraw your full money. 

Scholarships in Belgium; 

There are some scholarships for international students. You have to have patient to search scholarship 
See here for scholarship 


Apply procedure; 

If you are interested to study in Belgium, you can apply for next semester until October. At first choose your university and ask how to I apply to university admission office, then they will tell you everything apply procedure. If you get admission letter, you have to go India for visa. 

For more info about study in Belgium search here

See more

Saturday, September 14, 2013

স্টাডি ইন পোল্যান্ড

পোল্যান্ড ইউরোপের ইউনিয়ন ভুক্ত একটি দেশ । ইউরোপিয়ান ইউনিয়ন মানে আপনে চাইলে সহজেই অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারবেন । মোট ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি হলো২৬/২৭ টি যেখানে সহজে যেতে পারবেন কোন ভিসা ছাড়া । বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা এসব দেশে বেশি দিন থাকে না কারন কাজ পাওয়া কঠিন ও বেতন কম । আশেপাশের দেশগুলো হলো জার্মানি চেক-প্রজাতন্র লিথুনিয়া ইউক্রেন স্লভাকিয়া বেলারুশ । এটি একটি মধ্যম আয়ের দেশ । সমাজতান্রিক দেশ পোল্যান্ড । সংস্কৃতি অন্য দেশ থেকে ভিন্ন এদেশের । 

পড়াশুনার মান বেশ ভালো এখানে । এদেশের ডিগ্রি 
অন্যসকল দেশে বেশ প্রচলিত । সব ধরনের ডিগ্রি এখানে করা যায় যেমন ব্যাচেলোর মাস্টারস ও পিএসডি । ইংলিশ মিডিয়ামে পড়াশুনা ও করা যায় এখানে । 

অনেক ভারসিটিতে আই এল টিএস ছাড়া ও পড়াশুনা করা যায় তবে ইউনিভারসিটি থেকে skype এর মাধ্যমে ইনটারভিউ হয়ে থাকে আবার ইংলিশ কোর্স ও করা লাগতে পারে মানে প্রিপারটি কোর্স । Ielts দিয়ে গেলে ৫-৬ পয়েন্ট হলে চলবে । Ielts থাকলে ভিসা পাওয়া সহজ হয়ে থাকে । বলতে পারেন ১০০% ভিসা পাওয়া যায় ।

এখানে বড় ধরনের স্কলারশিপ পাওয়া যায় না । তবে যদি কেউ ভালো রেসাল্ট করে পোল্যান্ড ইউনিভারসিটিতে তাহলে ছোট-খাটো স্কলারশিপ পেতে পারেন । 

পড়াশুনা করতে টিউশন ফি লাগে ২০০০-৩৫০০ ইউরো প্রতি বছর । 
পোল্যান্ড এ বিশ্ববিদ্যালয় এর র‍্যাংকিং ও টিউশন ফিস দেখতে ভিসিট করুন 
নিছের লিংক এ প্রবেশ করতে হবে এখানে যাওয়ার পর বামে সাবজেক্ট এবং ব্যাছেলোর/ মাস্টারস সিলেক্ট করে দেন এরপর সাবজেক্ট ওনুযায়ি ইউনিভারসিটির লিস্ট আসবে । এখান থেকে টিউশন ফিস পছন্দ হলে ইউনিভারসিটি সিলেক্ট করে ই-মেইল করতে হবে যদি পড়তে চান । 
নিছে কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা দিলাম দেখে নিতে পারেন 
১। university of Warsaw 
২। Jagiellonian University
৩। Adam Mickiewicz University
৪। AGH University of Science and Technology
৫। Koszalin University of Technology
৬। University of Lodz
৭। University of Silesia
৮। Nicolaus Copernicus University
৯। Warsaw School of Economics
১০। Technical University of Lodz

কাজের অবস্থা তেমন ভালো না । স্টুডেন্টরা ১ সেমিস্টার পর থেকে কাজের সুযোগ পাই । ৩০০-৪০০ ইউরো বেতন পাওয়া যায় প্রতিমাসে । যা দিয়ে একজন ছাত্র living cost+tuition fees বিয়ার করা সম্ভব হয় না । এখানে যারা পড়াশুনা করে বেশিরভাগ ই নিজস্য টাকা দিয়ে পড়াশুনা করতে হয় ।তবে টিউশন ফিস অনেকাংশ ই বিয়ার করা সম্ভব যদি ভালো জব পাওয়া যায় ।

লিভিংকস্ট অনেক কম এখানে । থাকা-খাওয়ার জন্য মাসে ১৫০-২৫০ লাগবে । তবে মানুষভেদে খরচ কম বেশি হতে পারে । 

পোল্যান্ড এ এপ্লাই করতে চাইলে এখন ই প্রসেসিং করতে পারেন । আগে ইউনিভারসিটি চয়েস করে  ই-মেইল করতে হবে তারপর তারা ইন্সট্রাকসন দিবে কিভাবে কি করতে হবে (apply processing)
তবে pepars legalization করতে হবে । 

কিভাবে legalization করতে হবে জেনে নিন ; legalization করতে হলে ইন্ডিয়া যেতে হবে না হলে পলিস কনসালেট অফিসে যোগাযযোগ করতে পারেন । বনানী তে পলিস কনসালেট আসে । আরেকটা সিসটেম আসে সেটা হলো মেইন পেপারস পোল্যন্ড এ সেন্ড করতে হবে । 
আজ এখানেই বিদায় আগামি তে লিথুনিয়া এসতোনিয়া নিয়ে আলোচনা করবো । ধন্যবাদ

Sunday, September 8, 2013

কোন কোন দেশে ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে?

ব্যংক স্টেটমেন্ট দেখাতে হয় মূলত যেই দেশে যাবেন ঐ দেশে যাওয়ার পর থাকা খাওয়ার জন্য জাস্ট ফরমালিটি ।

1. অস্ট্রেলিয়ার জন্য দেখাতে হবে ৪০-৪৫ লক্ষ টাকা

2. আমেরিকার জন্য দেখাতে হবে ১৫-২৫ লক্ষ টাকা

3. কানাডার জন্য দেখাতে হবে ২৫-৩৫ লক্ষ টাকা

4. ব্রিটেন এর ক্ষেত্রে ১০০০০ পাউন্ড.= ১২ লক্ষ টাকা 

5. সুইডেনের ক্ষেত্রে ১০.৫ লক্ষ টাকা 

6. ফিনলান্ডের ক্ষেত্রে ৬৭২০ ইউরো । প্রায় ৭ লক্ষ টাকা

7. আয়ারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো = ৮ লক্ষ টাকা 

8. অস্ট্রিয়া এর ক্ষেত্রে ৬৫০০ ইউরো = ৬ লক্ষ ৫০ হাজার টাকার বেশি

9. পোল্যান্ড ৫৫০০-৬৫০০ USD . ৪-৫ লক্ষ টাকা প্রায় 

10. লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ৫০০০-৬৫০০ ইউরো = ৫-৭লক্ষ টাকা

11. ইতালির ক্ষেত্রে ৭০০০-৭৫০০ ইউরো= ৭-৮লক্ষ টাকা 

12. নেদারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো =৭.৫ লক্ষ টাকা 

13. বেলজিয়াম এর জন্য ৭০০-৭৫০০ ইউরো= ৭-৭.৫ লক্ষ

14. পর্তুগালের জন্য ৫০০০-৬০০০ ইউরো =৫-৬ লক্ষ টাকা

15. স্পেন এর ক্ষেত্রে ৬০০০-৭০০=৬-৭ লক্ষ .
রোমানিয়া , বুলগেরিয়া এর ক্ষেত্রে ৫০০০-৬০০০=৫-৬লক্ষ টাকা

16. সাইপ্রাস এর ক্ষেত্রে ৫০০০ ইউরো = ৫ লক্ষ টাকা 

17. জার্মানি এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে . দেশ থেকে দেখাতে হবে ৭৯০৮ যাওয়ার পর ৮০৪০ ইউরো দেখাতে হবে 

18. নরওয়ের জন্য ১২৫০০ ইউরো= ১৩ লক্ষ টাকা  ব্লক একাউন্ট দেখাতে হবে 

তবে কিছু কম বেশি হতে পারে । যখন যাবেন তখন ইউনিভারসিটি বলে দেবে কত ব্যাংক এ রাখতে হবে ।

স্টাডি ইন ইতালি

ইউরোপ এর অন্যতম দেশ ইতালি । এটি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ । অর্থনৈতিক অবস্থা এখন অনেক টা ভাল না ৷ ইতালির পড়াশোনার মান বিশ্ব ব্যাপি । এদেশের ডিগ্রি বিশ্বমানের । অন্যান্য দেশের পচুর স্টুডেন্ট আসে পড়াশুনা করতে তবে বাংলাদেশি স্টুডেন্ট খুবিই কম মাস্টারসে যাই কিছু আছে ব্যাচেলর তা ও নাই। এর প্রধান কারন হলো সবাই সঠিক ইনফরমেশন জানে না । 

ইতালিতে পড়াশোনার খরচ খুবিই কম   
৭৫০-১৮০০ ইউরো হয়ে থাকে প্রতি বছর । লিভিং কস্ট ও অনেক কম অন্য ইউরিপিয়ান দেশের তুলনায় । প্রতি মাসে ২৫০-৩৫০ ইউরো লাগবে থাকা-খাওয়ার ও অন্যান্য খরচ মিলিয়ে। 

ইতালিতে যারা পরাশোনা করতেছে বশিরভাগ স্টুডেন্ট ই স্কলারশিপ নিয়ে পরতেছে । স্কলারশিপ এর পচুর সম্ভাবনা রয়েছে এখানে তবে যদি কেউ হোম কান্ট্রি থেকে না পাই তাহলে ইতালিতে অনেক ফান্ড এর ব্যাবস্থা আছে. সর্বপুরি বলা যায় ইতালি স্টুডেন্টদের জন্য ভালই । 

এই লিংক এ যান স্কলারশিপ এর জন্য 


এখানে জব এর সমস্যা আছে তবে পরালেখা চালানো সম্ভব ফান্ড এর ব্যাবস্থা সহজে করতে পারবেন আর জব পেলেতো কোন কথায় নাই অনেক সময় বিশ্ববিদ্যালয় ই স্টুডেন্টদের জন্য জব এর ব্যাবস্থা করে দেয় । সব যেয়ে বড় কথা হলো ইংলিশ মিডিয়ামে পরতে পারবেন যেকনো লেভেলে । এখন সব ইউনিভারসিটিতে ইংলিশ মিডিয়ামে পড়ার ব্যাবস্থা করছে ইতালিয়ান সরকার । এখানে পরিবার নিয়ে আসা যায় । 

নিছে বেশ কিছু ইউনিভারসিটির তালিকা দিলাম
১। university of Milan 
২। university of Rome
৩। university of Bologna 
৫। university of Florence 
৬। university of Pisa 
৭। university vanish 
৮। polytechnic university of Turin 
৯। John Cabot university 
১০। university of padova 

এই লিং এ গিয়ে ইউনিভারসিটির র‍্যাংকিং ও টিউশন ফি দেখে নিন


ইংলিশ মিডিয়ামে পড়তে হলে আই এল টিএস লাগবে ব্যাচেলোর এ ৫.৫ হলে এপ্লাই করতে পারবেন তবে ৬ হলে সব ইউনিভারসিটিতে এপ্লাই করতে পারবেন মাস্টারস ৬ হলে চলবে । 

এপ্লাই করার আগে একবার ভালো করে ইউনিভারসিটির ওয়েবসাইটে ঘুরে আসুন এবং ই-মেইল করুন পারলে ফোন ও করতে পারেন । 

ভিজিট করুন ইতালিয়ান শিক্ষা বিষয়ক পোর্টাল http://www.study-in-italy.it/  এই ওয়েবসাইটে ।

Friday, September 6, 2013

International Master Programs in Different German Universities

For 'English taught courses search' please visit: 1. http://www.daad.de/deutschland/studienangebote/
in_Germany 
Technical University Darmstadt: 
1. Electrical Power Engineering 2. Distributed Software Systems 3. Information and Communication Engineering 4. International Cooperation and Urban Development 5. Materials Science 6. Tropical Hydrogeolgy, Engineering Geology and
Environmental Management (TropHEE) 
Technical University Munich: 
1. Advanced Construction and Building Technology 2. Advanced Materials Science (Elite graduate
program) 3. Aerospace Engineering (GIST-TUM Asia) 4. Applied and Engineering Physics 5. Biomedical Computing 6. Cartography 7. Communications Engineering 8. Computational Mechanics (with Elite graduate
program) 9. Computational Science and Engineering (with Elite
graduate program) 0. Consumer Affairs 1. Environmental Engineering 2. SPACE-Earth Oriented Space Science and
Technology 3. Industrial Chemistry (GIST-TUM Asia) 4. Informatics 5. Integrated Circuit Design (GIST-TUM Asia) 6. Intellectual Property and Competition Law
(Executive) 7. Land Management and Land Tenure (Executive) 8. MBA (Executive) - field of study: Innovation and
Business Creation 9. 
Microelectronics (GIST-TUM Asia) 0. Nutrition and Biomedicine 1. Power Engineering 2. Research on Teaching and Learning 3. Sustainable Resource Management 4. Transport and Logistics (GIST-TUM Asia) 5. Transportation Systems Technical 
University Dresden: 
1. ACCESS - Advanced Computational and Civil
Engineering Structural Studies (Master) 2. Cartography (Master) 3. Computational Logic (Master) 4. Distributed Systems Engineering (Master) 5. Hydro Science and Engineering (Master) 6. Molecular Bioengineering (Master) 7. Nanobiophysics (Master) 8. Nanoelectronic Systems (Master) 9. Organic and Molecular 
Electronics (Master) 0. Regenerative Biology and Medicine (Master) 1. Tropical Forestry and Management (Master) University of Ulm: 1. Communications Technology (Intake: Summer
semester), 2 Majors: Communication Engineering
and Microelectronics 2. Energy Science & Technology (Intake: Winter semester) 3. Advanced Materials 4. Finance 5. Molecular Medicine (MSc/PhD) University of Bonn: 1. Molecular Biotechnology 2. Life & Medical Sciences (LIMES) 3. Neurosciences 4. Drug Research 5. Plant Sciences 6. Organismic Biology, Evolutionary Biology and
Paleaobiology 7. Life Science Informatics(LSI) 8. Mathematics 9. Astrophysics 0. Physics 1. Computer Science 2. Agricultural Sciences and Resource Management
in the Tropics and Subtropics (ARTS) 3. Food and Resource Economics 4. Economics Universität Bremen: 1. Biochemistry & Molecular Biology 2. Communication & Information Technology 3. Digital Media 4. Ecology 5. Environmental Science 6. Information and Automation Engineering 7. Int. Studies in Aquatic Tropical Ecology 8. Marine Biology 9. Marine Geosciences 0. Marine Microbiology 1. Materials Chemistry and Mineralogy 2. Neurosciences Technical University Berlin: University of Rostock 1.Computational Engineering University of Kassel: 1. Electrical Communication Engineering University of Siegen: 1. International Graduate Studies in Mechatronics
(Master) 2. Master in Economic Policy (MEPS) 3. International Graduate Studies in Chemistry
(Master) University of Stuttgart: 1.Air Quality Control, Solid Waste and Waste Water
Process Engineering (WASTE)
2.Computational Mechanics of Materials and
Structures (COMMAS)
3.Geomatics Engineering (GEOENGINE)
4.Infrastructure Planning 5.Information Technology (INFOTECH)
6.PHYSICS
7.Integrated Urbanism and Sustainable Design MSc
8.Water Resources Engineering and Management
(WAREM) Notes:WAREM and physics has some good
scholership option,INFOTECH is both for CSE and
EEE students Sources: http://www.uni-stuttgart.de/studieren/ angebot/master_international/index.html Karlsruhe Institute of Technology: 1. Optics and Photonics (Masters) 2. Mechanical Engineering (Bachelors) 3. Electrical Engineering and Information Technology
(Masters) Berlin School of Economics and Law 1. International Marketing Management Darmstadt University of Applied Sciences
1. Electrical Engineering & Information technology
( Masters)

জার্মানীতে Bachelor পড়তে হলে যা যা করতে হবে

জার্মানিতে এসেই BACHELOR PROGRAM এ পড়ার সুযোগ পাবে না, 
কারন জার্মানীতে বেশীরভাগ ভারসিটিতে জার্মান ভাষায় পড়ানো হয় (জার্মান ভাষার program এ যা শতকরা ৯৯%) 

Minimum ১ বছর থেকে ১.৫ বছর Studienkolleg করতে হবে। তারপর পরীক্ষা দিয়ে নির্ধারিত মাত্রার গ্রেড পেলে তবেই BACHELOR PROGRAM এ enroll হওয়ার সুযোগ পাবে। 
click here to know all about “Studienkolleg”: http://www.studienkollegs.de/en/14309/index.html

অথবা বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ে ২ বছর সফলভাবে পড়ে সেই সার্টিফিকেট এবং সাথে সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ মিনিমাম B1 লেভেল দেখাতে পারলে অনেক সময়ই জার্মান ভাষার ব্যাচেলর কোর্সে সরাসরি এডমিশন পাওয়া যায়।

► যদি আপনার কোন confusion থাকে, দয়া করে যেই ইউনিভার্সিটিতে ব্যাচেলর পড়তে চান , তাদের ইমেল করুন। জিজ্ঞেস করুন, তারা আপনার ১/১.৫/২ বছরে করা কোর্সগুলোর জন্য Studienkolleg ছাড়া সরাসরি এডমিশন দেবে কিনা ? অবশ্যই ইমেল করার আগে তাদের IELTS and German Lang. requirements টা দেখে নিবেন। কোথায় পাবো ইমেল এড্রেস? খুবই সহজ। DAAD এ কোর্স খুঁজে নিয়ে দেখবেন ডান পাশে ইমেল এড্রেস দেয়া আছে অথবা সরাসরি ইউনি. ওয়েবসাইট এও পাবেন ইমেল এড্রেস। For Course search: http://www.daad.de/deutschland/studienangebote/en/

Anyway, u can always ask the course coordinator of ur desired sub. univ. if they accept Credit Transfer or not. But fact is, they generally do NOT. Thank you.Probable reason: Credit transfer from bangladesh is not possible because all the universities of Bangladesh maintain RCTS (Regional Credit Transfer System) and the universities of Germany maintain ECTS (Europian Credit Transfer System which every semester contains 30 ECTS credit and FULL programm 210 ECTS credit.)

যারা ব্যাচেলর করতে আগ্রহী Rhine waal university of applied science এ সবগুলা কোর্স ইংলিশে। কেউ যদি করতে চাও তাইলে এই ইউনিভার্সিটি একটা ভালো অপশন।…কিন্তু প্রবলেম হইল ইউনিভার্সিটিটা একেবারে নতুন। আর ইউনিভার্সিটিটা যেই শহরে সেইখানে ল্যাঙগুয়েয না জানলে জব ও খুব এভেইলেভল না. ইউনিভারসিটি WEBSITE এ যেয়ে ভালো করে এডমিশন পদ্ধতি পড়ে পেপারস পাঠালে এডমিশন হয়ে যাবে। ’Rhine-Waal University of Applied Sciences’: http://www.hochschule-rhein-waal.de/en/academic-studies/specialty-fields.html

1.জার্মানীতে ইংলিশ মিডিয়ামে পড়তে হলে ১/২বছর ভালো ভাবে বা;লাদেশের  যেকনো ভারসিটি থেকে পড়তে হবে
2.আই এল টি এস এ ৬লাগবে

জার্মানীতে Bachelor স্কলারশিপ পাওয়া য়ায় না৷ তবে ওখানে অনেক ভান্ড পাওয়া য়ায়৷

Studentkolleg এ জব পারমিট থাকে না৷ তবে অনেকেই জব করতেছে

জার্মানীতে আসার আগে জেনে নিন কোন শহরে আসাটা আপনার জন্যে সুবিধাজনক full

মিউনিখ  (Bavarian state)
সুবিধাঃ
 
১-ট্যাকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ - এর সাথে আছে বিএমডব্লিউ, অডি-সহ জার্মানীর বড়বড় কোম্পানীর কোলাবরেশন। সুতরাং ঐসব কোম্পানীতে ইন্টার্নশীপ পাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় প্লাসপয়েন্ট হিসেবে কাজ করবে। তাছাড়া স্টুডেন্ট পার্টটাইম জব (হিউভি) পাওয়া গেলে অনেক সময় কোম্পানীগুলোর বিভিন্ন রিসার্চ প্রজেক্টে কাজ করা যায়। (এলএমইউ, হখশুলে – এদের সম্পর্কে আমি নিজে কিছু জানিনা।)
২-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ - সি-সিরিজ, জাভা, ম্যাটল্যাব, পাইথন-এর যেকোনো একটা জানা থাকলে এখানে কাজের সম্ভাবনা অফুরন্ত। এক ম্যাকানিক্যাল ফ্যাকাল্টিতে প্রতিদিন গড়ে ৩-৪টা হিউভি-র সার্কুলার আসে, অন্য ফ্যাকাল্টির খবর আমি খুব একটা জানিনা।
৩-নানা (হিটলার, এখানে উনার নাম উচ্চারণ করলে মানুষ মাইন্ড করে)-র পতনের পর মিউনিখ ছিলো আমেরিকার অধীনে, তাই জার্মানীর সর্বাধিক ইংরেজি ভাষাভাষী নাগরিকের বাস এই শহরেই- বলা হয়ে থাকে। অফিসিয়াল কাজগুলোর জন্যে এটা অনেক বেশি সুবিধাজনক।
৪-মাল্টিন্যাশনাল অনেক কোম্পানীরই হেডকোয়ার্টার মিউনিখে - স্বভাবতই এটা একটা মাল্টিকালচারাল শহর। নিজের মধ্যে এলিয়েন- এলিয়েন ফিলিংসটা তাই আসবেনা হয়তো।
৫-বাভারিয়ান-রা জার্মানীর সবচেয়ে বেশি মিশুক নাগরিক - এটা নিয়ে এরা প্রায়ই গর্ব করে। নিজের কিছু অভিজ্ঞতা থেকে কথাটা খুব একটা বাড়াবাড়ি মনে হয়নাই।
৬-পার্টটাইম অড জবের ক্ষেত্রেও এখানে ভাষার কড়াকড়িটা খুব একটা প্রকট না - তাই ব্যাসিক জার্মান জানা থাকলে অনেক সুযোগ আছে। আর অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সম্মিলনস্থল বলে এখানে এরকম কাজের সম্ভাবনাও ভালোই - তবে খুব বেশি ভালোও না। যারা শুধু অড জবের ভরসায় এখানে আসতে চান - সেই সাধুরা সাবধাণ, আমার কথায় এত ইন্সপায়ার হোয়ার কিছুই নাই। মনে রাখতে হবে - এখানে আমরা মেইনলি পড়তে আসি, পার্ট্টাইম জব করতে না।
 
অসুবিধাঃ
 
১-জার্মানীর সবচেয়ে এক্সপেন্সিভ শহর - জোর দিয়ে এই কথা বলতে পারি।
২-একোমডেশন - একটা অনেক বড় সমস্যার নাম এখানে। মিউনিখের বাইরে থেকে আসা জার্মান নাগরিকরাও অনেক সময় এটা নিয়ে হিমশিম খায়।
৩-টিউশন ফি লাগবে - মিনিমাম ৫০০ ইউরো।
৪-ট্রান্সপোর্টেশন কস্টের জন্যে প্রতিমাসে মোটামুটি ৫০ ইউরো বাজেট করে রাখতে হবে।
৫-নিয়মকানুনের ব্যাপারে এখানে অনেক বেশি কড়াকড়ি। সো "একটুসখানি ২ নাম্বারি করি, কেউ টের পাবেনা" - এই মানসিকতাটা না রাখাই ভালো।
৬-কষ্টমষ্ট করে থাকলেও মিউনিখে মাসপ্রতি গড়ে ৩৫০ ইউরো খরচ হবেই।
৭-সবচেয়ে বড় কথা - ব্লকড একাউন্টের টাকা ভিসা এক্সটেনশনের পরে তুলে দেশে পাঠানো যায়না। মাসেরটা (৬৫৯ ইউরো) মাসেই তুলতে হবে। কোনো অন্য- উপায় নাই।
৮-আরেকটা জিনিস - "Apian Aparthaus" নামে একটা কোম্পানী আছে এখানে একোমডেশনের জন্যে। একেবারে নিরুপায় না হলে ঐটাতে কেউ তাদের সাথে চুক্তি করতে যাবেননা।
৯-সর্বোপরি - আমার সাজেশন হলো "জার্মানীতে পড়তে আসতেই হবে" এই হুজুগের বশে কেউ আর যাই হোক মিউনিখে আসবেননা। দেখতে-শুনতে অনেক কিছুই সুন্দর-ভালো মনে হলেও দুনিয়া আসলে খুব কঠিন একটা জায়গা - মিউনিখে আসলে বোধহয় এটা হাড়ে হাড়ে টের পেতে হবে। খুব খেয়াল করে, জেনেশুনে আসাটাই ভালো।
 
---------------------0----------------------0-----------------------0----------------------0-----------------------
 
আখেন [Aachen, NRW, Germany]
 
পজিটিভ সাইডঃ
 
১- "FH Aachen" and "RWTH Aachen University" আছে।
২- RWTH Aachen টানা চার বছর ধরে কোম্পানিগুলোর[৫০০+] সার্ভে তে বেষ্ট বলা হচ্ছে এবং এই সার্ভে এটাও বলে ELECtrical, MEchanical এর জন্য এটার পজিশন নং ১।
৩- ছোট শহর হওয়াতে লিভিং কষ্ট তুলোনামুলক কম। তবে Depends on u a lot!
৪- HiWi/RA পাওয়ার possibility ভালো as it has good research reputation.
৫- কোন tuition fee নাই, কিন্তু social fee হিসেবে 223 Euro per sem. pay করতে হয়, যাতে পুরো NRW এর transport facility included।
৬- ২ বিলিয়ন Euro এর একটা প্রজেক্ট চলছে, যাতে leading company গুলো তদের RA-base station বসাবে এখানে এবং student রা পড়ার সাথে সাথে এখানেই ইন্টার্ন করতে পারবে।
৭- এখানে টাকা ব্লক করে রাখতে হয় না for VISA extension. টাকা দেশে ফেরত পাঠানো যায়।
৮- উপোরের সব কথাই RWTH কে নিয়ে, তবে FH aachen ও applied science হিসেবে বেশ ভালো।
 
নেগাটিভ সাইডঃ
 
১- প্রচন্ড বোরিং সিটি। [personal view,no offence!]
২- Day2Day communication এর জন্য জার্মান জানা বাধ্যতামূলক।
৩- মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলার তেমন কোন শাখা City এর মাঝে নাই। So, ওই দিক দিয়ে part-time job facility কম।
৪- আখেন কে বলা হয় Student-City। কিন্ত তারপরও Stdent রা-ই সব চেয়ে বেশী ভোগে Accommodation নিয়ে। বাসা খুঁজে পাওয়া খুবই Difficult। Studentenwohnheim গুলো চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানিদের দখলে। তারা চেইন মেনটেইন করে পোলাপাইন ঢুকায়। So private appartment ই ভরসা।
 
--------------------0----------------------0--------------------------0--------------------------0------------------
 
KIEL, North Germany
 
Positive sides:
1. Good for studing Echonomics, Marine Science, Medicine and Materials Science.
2. Very low living cost, if you don't drink and party it will cost 300 euro, monthly.
3. Residence is available. 140-200 euro.
4. You can withdrow the 8000 euro.
5. Easy to get hiwi/RA.
6. Only one hour from Hamburg.
 
Disadvantage:
1. We are only 25-30 Bangladeshi here.
2. Not good for doing part time job, obviously you need German.
3. No brunch of big companies except Bayer, HDW and some others.
4. Very less number of Mosque, almost no Mondir.
--------------------0----------------------0--------------------------0--------------------------0------------------
University of Siegen,NRW,Germany
Positive Sides:
1. Mechatronics has high job demand
2. Chemistry : possible to get PHD here
2. living expenses not too much ...room=210 euro(max) ...
3. U can use english to communicate with people
4. You can withdraw/send back full money to BD
5. We are ready to help u
6. U can travel within NRW ...freeeeeeeee
Disadvantages:
1. Less part time job opportunity or u have to go Koln/Bonn/Dusseldorf to do job there
2. Getting accommodation is a really big problem
3. No big company(e.g siemens,BMW) here . U have arrange your internship/master thesis by yourself...no support from university
4. No chance to get RA/TA in Uni (Mechatronics)...Possible for Chemistry students
 
বন
-----------------------------------------
 
--------------------0----------------------0--------------------------0--------------------------0------------------
ULM/NEU ULM
 
positive sides:
 
1. University of Ulm has couple of English taught courses:
Advanced Materials (Master)
Biology (Master), Communications Technology (Master), Energy Science and Technology (Master), Finance (Master), Master Online Advanced Oncology (Master), Molecular Medicine (Master), Molecular Medicine (PhD)
2. semester fee is now 103.50 Euro.
3. some companies in Ulm like:
Daimler, Nokia,Siemens, Nokia Siemens Networks, EADS, Nuance Communications etc.
one may try to find student jobs/internships/thesis in these companies.
(one should not consider this opportunity as sure..bcoz it depends on issues)
4. one may also try for Hiwi in the institutes in Uni Ulm.
(one should not consider this opportunity as sure..bcoz it depends on issues)
 
5. some odd jobs are also there but they r not large in number.
6. yet accommodation isn't a big problem here...upto now all BD guys got accommodation in STUDENT WERK dorm.dorm rent normally within the range of 200-350. BD guys usually live in dorms costing 200-240 euro.
7. living cost is manageable as its a small city.
 
negative sides:
 
1. for doing part time jobs german knowledge needed.
2. not a big BD community...around 30 people.
3. for Hiwi/student job one should keep in mind that it depends both on your capabilities n luck as they are competitive n not large in number.

Sample visa application

Sample Visa Application
Start by obtaining a visa application from your consulate’s website. Applications may differ from consulate to consulate, so some questions may differ slightly from those that are shown below. If you are unable to determine the answer, please contact the KU Consortium Office at 785-864-7576. Be sure to print your answers very clearly. If your handwriting is considered illegible, your application could be denied. Complete all portions of the visa application. If a particular question does not apply to you, you must write NA. Most questions are self-explanatory, but the following points may prove helpful.
1. Surname: Example: Columbus
2. Surnames at birth: Write NA unless your last name has changed for any reason (i.e. marriage, adoption, etc.)
3. First names: Example: Christopher
4. Date of birth: Example: September 25, 1987
5. ID-number (optional): NA
6. Place and country of birth: Example: Kansas, USA
7. Current nationality/ies: Example: American (if you do not hold a U.S. passport, additional paperwork may be required for your visa. Please inquire of the Consulate).
8. Original Nationality: Example: American
9. Sex: Example: Male
10. Marital status: Example: Single
11. Father’s name: Example: Thomas Columbus
12. Mother’s name: Example: Jane Columbus
13. Type of passport: National Passport
14. Passport number: Passport number printed on the title page of valid passport
15. Issued by: Printed on title page of valid passport Example: US Department of State: National Passport Agency
16. Issued on: Example: 04 April 2005
17. Valid until: Example 04 April 2015
18. If you reside in a country other than your country of origin, have you permission to return to that country? For Non- US Passport Holders, be sure to mark this answer clearly and give details of your visa status. If you are a US Passport Holder mark NA.
19. Occupation: Student
20. Employer and employer’s address and telephone number:
Students should provide the address/phone number of their home university Example: University of Iowa, 108 John Pappajohn Business Building, Ste. W230, Iowa City, IA 52242 Phone: 319-335-0920
21. Main destination: Paderno del Grappa, Italy
22. Type of visa: Long Stay
23. Visa: Individual

Thursday, September 5, 2013

স্টাডি ইন অস্ট্রিয়া

নিজের লেখা প্রথম পোস্ট অষ্টিয়া সর্ম্পকে কিছু গুরুতপূর্ন তথ্য ।
1.অষ্টিয়া তে বাংলাদেশী স্টুডেন্ট এর জন্য বেতন প্রায় ফ্রী বললেই
চলে । 2.400-850€ পর্যন্ত হতে পারে প্রতি সেমিস্টার। 3.অষ্টিয়ান
ইউনিভার্সিটি তে আডমিশন পেতে হলে দুইটা রিকয়রমেন্ট লাগেবে ।
একটা হল ল্যাংগুয়েজ কোর্সে b1-c1 কমপিলিট করা ।আর একটা হল
ইংলিশ ভাষা টেষ্ট স্কোর (IELTS 6 হলে আডমিশন পেতে সহজ হবে অথবা TOFEL) । 4.তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় তে জার্মন
ভাষাতে পড়ানো হয় । 5.ব্যাংক স্টেটমেন্ট বয়স হিসেবে লিভিং কষ্ট
দেখাতে হয়। 6.যাদের বয়স 24 এর কম তাদের কে 433€.12(মা
স)=5196 ইউরো ।আর 24 আপ হলে 783€.12(মাস)=9396
ইউরো। 7.পেপারস অব্যশই লিগালাইজেশনকরাতে হবে ।সেক্ষেত্র
ে প্রথমে নিজ বোর্ড থেকে ভেরিফাই করাতে হবে তারপর পরাষ্ট মন্তলায় থেকে করতে হবে ।তবে যা করার নিজে করবেন দালাল
ধরে করতে গেলে সমস্যা হতে পারে সেজন্য কোন ফি লাগবেনা ।
এগুলো শেষ হলে অষ্টিয়া কনসুলেট থেকে সত্যয়িত করতে হবে ।তারপর
airmail করতে হবে । 8.জার্মন ল্যাংগুয়েজ কোর্স আপনি আপনার
বিশ্ববিদ্যালয়তেই করতে পারবেন university joint access
program নামে কোর্স আছে ।সেক্ষেত্রে 450€ মতো পেয়িড করতে হতে পারে ।প্রাইভেট প্রতিষ্টানে ও করতে পারবেন
তবে সেটা অনেক ব্যয়বহুল ।সেজন্য আপনাকে 2300-4000€
দিতে হতে পারে । 9.পর্টাইম জব করার সুযোগ আছে ব্যাচলরদের জন্য
10 hour এবং মার্স্টারদের জন্য 20 hour ।তবে ব্যাচলরদের জন্য
লিভিং কষ্ট মেনেজ করাটাই যথেষ্ট ।জব পেতে হলে অব্যশই
আপনাকে জার্মান ভাষাতে দক্ষ হতে হবে । 10.living cost 300-800€ মতোলাগতে পারে সেটা আপনার ওপর নির্ভর করবে ।
11.সাধারনত ব্যাচেলর প্রগ্রাম 6-8 সেমিষ্টার ।মাষ্টার্স প্রগ্রাম 2-4
সেমিষ্টার এবং ডক্টরল প্রগ্রাম মিনিমাম 6 সেমিষ্টার ।
12.admission latter পাওয়ার পর অব্যশই
আপনাকে দিল্লিতে যেতে হবে ভাইভার জন্য কারন বাংলাদেশে কোন
অষ্টিয়ান embassy নাই। 13.আপনি সাধারনত দুইটা সেমিস্টার এ apply করতে পারবেন ।ফ্রেবরুয়ারি 1 এর আগে summer
semester এবং সেপ্টেমবার 1 এর আগে winter semester এ
আপনার পেপার সাবমিট করা লাগবে । তবে ব্যাচলর এ
ভিসা পেতে একটুকঠিন embassy না থানার কারনে ।সেক্ষেত্র
ে গোয়েথ থেকে a1 করা থাকলে ভিসা পেতে সহজ হবে ।তবে রিজাল্ট
ভালো হলে খুব বেশি সমস্যা হবে না ।

স্টাডি এন্ড জব ইন নরওয়ে

আপনারা কেউ কি নরওয়েতে পড়াশোনা করতে ইচ্ছুক (নিজ খরচায়
অথবা বৃত্তি নিয়ে
)?
সুবিধাবলী: নরওয়ে বসবাস ও পড়াশোনার জন্য একটি উপযুক্ত স্থান।
লোকজন খুব ভাল। এখানে পড়াশোনা প্রায় ফ্রি (টিউশন ফি নেই)
নিজ খরচায় পড়াশোনা করতে আসা কোনো ছাত্র/ছাত্রী কাজ পাইনি এমন নজির নেই। নিজ খরচায় পড়তে আসা ছাত্র/ছাত্রী
প্রতিমাসে ৫,০০০ NOK (৬০,০০০... টাকা) মাত্র প্রতিদিন ২ ঘন্টা
কাজ করে। কেউ কেউ সর্বোচ্চ ২০,০০০ NOK *১৩.৫(হোটেলে
কাজ করে) পর্যন্ত আয় করে থাকে। তারা খুব ভাল রেজাল্ট নিয়ে
এখানে পড়াশোনা করছে।মাস্টার্স শেষে ভাল চাকুরী অথবা PhD’র
অফার পেতে পারেন (বেতন ৩০,০০০ NOK * ১৩.৫ টাকা), যদি আপনার ভাল রেজাল্ট থাকে এবং ভাগ্যবান হন। কাজ পেলে (১০০%),৩ বছরের
মধ্যে আপনি নরওয়েতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
এবং নাগরিকত্ব পাবেন। For self finance: আপনি এডমিশন পেলে আপানকে ৯০,০০০ NOK
(৫-৬ মাসের জন্য ) নরওয়েজীয়ান বিশ্ববিদ্যালয় পড়ার ভিসা পাওয়ার
জন্য দেখাতে হবে। যখন আপনি ভিসা পাবেন এবং নরওয়েতে পৌঁছাবেন
(আগস্ট-সেপ্টেম্বর)আপনি আপনার ৯০,০০০ NOK দেশে পাঠাতে
পারবেন। যদি আপনি ভিসা না পান বিশ্ববিদ্যালয় আপনার টাকা
বাংলাদেশি একাউন্টে ফেরত পাঠাবে। এই সময়ে ডলারের দামের তারতম্যের জন্য আপনার কিছু লাভ-ক্ষতি হতে পারে। সাধারনত ২০
-৩০,০০০ টাকা ক্ষতি হতে পারে।(আমি নিশ্চিত নই।) খরচ: আপনি যদি ৫০০০ NOK আয় করেন ঘর ভাড়া ২৯০০ NOK + খাওয়া
খরচ ৬০০ NOK এর মত। অধিকাংশ ছাত্ররা যারা ৫০০০ NOK আয়
করে সাধারনত সঞ্চয় করতে পারে না, কিন্তু এটা আপনার উপর নির্ভর
করবে। আপনি চেষ্টা করলেই ১০০০ NOK সঞ্চয় করতে পারবেন।
আপনি যদি দুই ঘন্টার বেশি কাজ করেন তাহলে প্রতিমাসে ৭-৮,০০০
NOK সঞ্চয় করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করবে। আপনি ভাল রেজাল্ট চান না টাকা আয় করতে চান? কিন্তু কিছু ছাত্ররা
উভয়টি করছে। প্রচুর টাকা উপার্জন করছে এবং ভাল ফলও আছে। আপনার মাস্টারস শেষে ডেনমার্কের গ্রীন কার্ডের জন্য আবেদন
করতে পারবেন অথবা নরওয়েতে নতুন MSc / নরওয়েজিয়ান ভাষা
শিক্ষা কোর্সে ভর্তি হতে পারবেন। কোনো ভিসা সমস্যা ছাড়া
নরওয়েতে ৩ বছর থাকতে পারবেন। এই ৩ বছরের মধ্যে আপনার অন্য
কাজ/পিএইচডি /অন্য কিছু খুঁজে নিতে হবে। আপনি যদি অন্য কিছু
ব্যবস্থা করতে না পারেন নরওয়ে থেকে আপনার আর ভিসা বর্ধিত করা হবে না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। খুব কম সংখ্যক
ছাত্র ৩-৪ বছরের বেশি ভিসা সমস্যা ছাড়া বাস করছে। সুতরং, আপনার
ক্ষেত্রে কি হবে আমি জানিনা। বৃত্তি মুল্য নরওয়েতে (in project)
অনেক বেশি মাসে ৩-৪ লাখ টাকার বেশি (withট্যাক্স) সুতরাং আপনি
যদি ভাগ্যবান হন পেতে পারেন। অনেক বাংলাদেশি ছাত্র এটা পেয়েছে
এবং ভালভাবে থাকছে।

স্টাডি ইন রাশিয়া

যারা রাশিয়াতে পড়তে চান এই পোস্টটা তাদের জন্য ।আশা করি এই
পোস্ট টা থেকে কিছুটা হলেও উপকারে আসবে ।রাশিয়া পৃথিবীর সব
থেকে বড় একটা দেশ আয়তনে ।রাশিয়ার প্রধান শহর হল মস্কো ।এর
কিছুটা অংশ ইউরোপ এর অন্তভুক্ত আর কিছুটা এশিয়া মহা দেশের
মধ্যে ।মুদ্রা হিসেবে রুবেল প্রচলিত 1 ruble=2.5 BDT ।
তবে আর্ন্তজাতিক ভাবে ডলার গ্রহন করা হয় ।রাশিয়া তে আবেদন করতে ইচ্ছুক হলে আপনি দুই ভাবে করতে পারবেন ।রাশিয়া কালচার
সেন্টার থেকে ও আডমিশন প্রসেস করে থাকে ।সেক্ষেত্রে তাদের
কে আলাদা চার্জ দিতে হয় 40000 BDT ।নিজে প্রসেস করা আর
তাদের থেকে করা এই দুইটা সম্পূর্ন আলাদা ।প্রথমে আসা যাক
কিভাবে রাশিয়া কালচার সেন্টার থেকে করবেন ।তবে সেক্ষেত্রে
আপনার রিজাল্ট কিছুটা ভালো হতে হবে ।কোন বিষয়ে যদি C অথবা D থাকে তাহলে আপনাকে তারা গ্রহন করবে না ।আমার
জানা মতে বাংলাদেশে তিনটা রাশিয়ার কালচার সেন্টার আছে সেজন্য
আলাদা জেলা ভিত্রিক কোঠা আছে ।তাই আডমিশন প্রসেস
টা জেলা ভিত্রিক ভাবে করতে হয় ।প্রথমে আপনাকে 10000 BDT
দিয়ে ভাইভার জন্য রেজিট্রেশন করতে হবে আপনার সকল পেপারস
জমা দিয়ে ।মিনিমাম 10 দিন লাগতে পারে ভাইভার তারিখ পেতে । আপনি যদি এই ভাইভা সিলেকশন এ বাছাই হন তাহলে আপনার পেপারস
ইউনিভার্সিটিতে পাঠানো হবে ।আর যদি বাছাই না হন
তাহলে আপনাকে সম্পূর্ন টাকা ফেরত দেওয়া হবে ।তবে ভয়ের কিছু নাই
ভাইভাতে সিলেকশন হতে খুব বেশী দুর্ভোগ পোহাতে হবে না ।
রাশিয়া কালচার সেন্টার থেকে করলে আপনাকে অবশ্যই PEOPLE'S
FRIENDSHIP UNIVERSITY OF RUSSIA-Moscow (PFUR) তে যেতে হবে যত দূর আমি জানি এই ইউনির্ভারস
িটি ছাড়া আর কোন ইউনির্ভারসিটিতে আডমিশন প্রসেস করে না ।
তবে আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষাতে পড়তে যেতে হবে কারন
রাশিতে ইংলিশ মিডিয় নাই বললেই চলে ।আর ওই ইউনির্ভারসিটিতে শুধু
একটা বিষয় ইংলিল মিডিয়াম এ আছে আর সেটা হল মেডিসিন ।তবে আর
যাই হোক আপনি এখানে বড় একটা সুযোগ পাবেন আর সেটা হল আপনার কোন ব্যাংক সেস্টমেন্ট দেখাতে হবে না ।রশিয়ান
ভাষাতে গেলে আপনাকে 1 বছর ফাউন্ডেশন কোর্স
করতে হবে আপনার ইউনির্ভারসিটিতে আর এর জন্য
আপনাকে অনেকটা দূর্ভোগ পোহাতে হতে পারে ।কারন মূল কোর্স
এ ভর্তি হতে হলে আপনাকে 60% নম্বর পেতে হবে তার মানে হল 5
পয়েন্ট এর মধ্যে আপনি যদি 3 পয়েন্ট পান তাহলে সন্তুষ্ট ।আর নিজে প্রসেস করতে চাইলে সাধারন নিয়মে করতে হবে ।সেজন্য
আপনাকে প্রথমে রাশিয়ান embassy থেকে আপনার পেপারস
সত্যায়িত করে নিতে হবে ।ব্যাংক সেস্টমেন্ট
হিসেবে আপনাকে 3000-6000$ ডলার দেখাতে হবে ।টিউশন
ফি আপনি যাওয়ার পর ও পে করতে পারবেন ।টিউশন ফি সাধারনত
2650-8250$ পর্যন্ত হতে পারে ।মেডিকেল ইন্সুরেন্স হিসেবে আপনাকে 250$ দিতে হবে প্রতি বছর ।লিভিং কষ্ট খুব
বেশি না মস্কোতে হোস্টেলে থাকলে আপনাকে 750$
মতো লাগতে পারে ।রাশিয়াতে বিদেশী ছাত্রদে জন্য কোন পার টাইম
জবের অনুমতি নাই ।তবে ভেকেশন সময়ে তিন মাস করতে পারবেন ।
Moscow র বাইরে টিউশন কিছুটা কম হতে পারে ।
প্রথমে আপনাকে তিন মাসের জন্য ভিসা দেওয়া হবে এবং প্রথম two মাসের মধ্যে আপনাকে রাশিয়া তে পৌছাতে হবে ।ভিসা extend
নিয়ে আপনাকে কোন জামেলাতে যেতে হবে না টিউশন ফি পেয়িড করার
পর 1 বছর করে আপনার ভিসা extend হবে ইউনির্ভারসিটি থেকে ।
স্কলারশিপ এর ও সুযোগ আছে সেজন্য আপনাকে পরাষ্ট্র
মন্তলায়ে আবেদন করতে হবে ।IELTS ছাড়া ও ইংলিশ মিডিয়াম এর
জন্য আবেদন করতে পারবেন তবে টিউশন ফি একটু বেশি হতে পারে সেজন্য ফাউন্ডেশন কোর্স করতে হবে না ।ব্যাচেলর
প্রগ্রাম 4 বছর এবং মাস্টার্স প্রগ্রাম 2 বছর ।দুইটা সেমিস্টার এ
সাধারনত ক্লাস শুরু হয় 1 september এবং february ।

Study in Netherland

যারা নেদারল্যান্ড পড়তে ইচ্ছুক পোস্টাটা তাদের জন্য ।ইউরোপের
Schengen সদস্যের অন্তর্ভূক্ত একটি দেশ ।ইউরোপের দেশ
গুলোর মধ্য অন্যতম একটি দেশ ।নেদারল্যান্ড এর অপর একটি নাম
আছে আর সেটি হল হল্যান্ড ।দেশটির প্রধান সিটি হল আমস্টারডাম
(Amsterdam) ।ইউরো ছাড়া এর নিজস্ব মুদ্রা আছে আর সেটি হল গিলডার ।নেদারল্যান্ড এর ভাষাকে ডাচ (Dutch) বলা হয় ।ইউরোপ এর
অনান্য দেশ এর তুলনার এর টিউশন ফি অনেক বেশি ।নেদারল্যান্ড
দেশটি শিক্ষার দিক থেকে ও অনেক এগিয়ে কিছু ইউনিভার্সিটির
ওয়ার্ল্ড রাংকিং আছে ।প্রতি বছর এখানে অনেক বিদেশী ছাএ
স্কলারশিপ এবং সেলফ ফিন্যান্স এ পড়তে আসে ।নেদারল্যান্ড
আডমিশন পেতে হলে আপনাকে IELTS/TOFEL এ ভালো স্কোর থাকতে হবে ।IELTS 6 এবং TOFEL 550 পেলে আডমিশন পাবেন ।
টিউশন ফি অনেক বেশি হওয়ায় বাংলাদেশী অনেক স্টুডেন্ট সেলফ
ফিন্যান্স পড়তে যায় না ।কারন পার্ট টাইম জব করে টিউশন
ফি দেওয়া সম্ভব না ।বেশির ভাগ স্টুডেন্ট বাংলাদেশ থেকে স্কলারশিপ
নিয়ে যায় ।ব্যাচেলর এ টিউশন ফি 6000-12000€ প্রতি বছর
এবং মার্স্টাসে 8000-20000€ প্রতি বছর দিতে হয় ।application fee 100€ মত দিতে হয় নন রিফাধডেবল হিসেবে ।জব
করতে হলে নেদারল্যান্ড ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি নিতে হয় ।
ব্যাচেলর এ সাধারনত 10 ঘন্টা এবং মার্স্টসে 20 ঘন্টা করতে পারবেন
প্রতি সপ্তাহে ।প্রতি ঘন্টায় 5-8€ করে পারেন সেটা অবশ্যই
সেটা ডাচ ভাষাতে দক্ষতা থাকতে হবে ।নেদারল্যান্ড
ইউনিভার্সিটি গুলোতে সাধারনত দুইটা semester এ ক্লাস শুরু হয় winter এবং summer ।winter semester সেপ্টেম্বর এর
দিকে এবং summer semester ফেব্রুয়ারীয় মধো শুরু ।টিউশন
ফি আর লিভিং কস্ট মিলে 13-15 লাখ টাকা দেখালেই হয় ।পেপার
পাঠানোর সময় নোটারি করলেই হয় ।PR পেতে একটু কঠিন তবে PR
5-7 থাকতে হতে পারে ।
Student accommodation: EUR 350-600 per month Loaf of bread (500g): EUR 1.30
Milk (1l): EUR 0.80
Tomatoes (1kg): EUR 2.50
Chicken breast (1kg): EUR 6.50
Meal in a cheap restaurant: EUR 10
Beer in a bar (0,5l): EUR 4 Beer in a supermarket (0,33l): EUR 0.50

Wednesday, September 4, 2013

আই এল টিএস

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা IELTS। পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা বা কাজ করতে যেতে চান, তাদের জন্য ইংরেজি ভাষার ওপর দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষা দিতে পারেন । এতে করে আপনার কাজ পেতে অথবা পড়াশোনার ব্যাপারে অনেক কাজে লাগবে । আপানর নিজের যেমন দক্ষতা বাড়বে তেমনি আপনি নিজে ও নিজের চাহিদা মত যে কোন যায়গায় উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন । তো এই বিষয়ে বিস্তারিত বলার কিছু নাই । অনেক ব্লগার ভাইরা  এই বিষয় নিয়ে লিখেছেন।

তাই এই বিষয়ে আজ কিছু বই আপনাদের সাথে শেয়ার করলাম । আপনার কাজে লাগলে ও লাগতে পারে .............

PRATICE TESTS FOR IELTS ::

T1 http://www.mediafire.com/?n4mnromy4nq
T2 http://www.mediafire.com/?mxyhkqlyylq
T3 http://www.mediafire.com/?uhhohmmjmyj
T4 http://www.mediafire.com/?cimymkguizm
T5 http://www.mediafire.com/?wtziwqjnobo
T6 http://www.mediafire.com/?m4ytim4wuuk
T7 http://www.mediafire.com/?mqeayjmwdjl
T8 http://www.mediafire.com/?w15lzmmzm4w
T9 http://www.mediafire.com/?mtni4mmnnzm
T10 http://www.mediafire.com/?lyqmznyr2mw
KEY http://www.mediafire.com/?wmdwmciy2zn

101 USEFUL EXERCISE ::

লিংক :: http://www.mediafire.com/?om2yl3gev52 

202 USEFUL EXERCISE ::

লিংক :: http://www.mediafire.com/?zowtkrxninf 

CAMBRIDGE PRATICE TESTS 1 ::

লিংক :: http://www.mediafire.com/?lzmta2mziwz 

CAMBRIDGE PRATICE TESTS 2

লিংক :: http://www.mediafire.com/?nqqgfzitjy4

BARRON’ IELTS

লিংক :: http://www.mediafire.com/?td424j2ufto

CAMBRIDGE PRATICE TESTS 3

লিংক :: http://www.mediafire.com/?wmghzqzmoeg

CAMBRIDGE PRATICE TESTS 4

লিংক :: http://www.mediafire.com/?qj15md2gewl

CAMBRIDGE PRATICE TESTS 5

লিংক :: http://www.mediafire.com/?om3zzttygrz

CAMBRIDGE PRATICE TESTS 6

লিংক :: http://www.mediafire.com/?udd5nw0zlhw

IELTS PRATICE TESTS PLUS 2

লিংক :: http://www.mediafire.com/?4m4mjdontjm

STEP UP TO IELTS

লিংক :: http://www.mediafire.com/?2m34xz2yyge

DE THI VIET CUA IELTS

লিংক :: http://www.mediafire.com/?uzcm1mztgnt

FOCUS ON IELTS

লিংক :: http://www.mediafire.com/?th2mddujzmx

IELTS FOUNDATION

লিংক :: http://www.mediafire.com/?hntqgmizgiq

IELTS ON TRACK

লিংক :: http://www.mediafire.com/?n2ihmyfujd2

PASSPORT TO IELTS

লিংক :: http://www.mediafire.com/?jtd3kl3myby

IELTS SURE SUCCESS

লিংক :: http://www.mediafire.com/?44on54i4qmg

IELTS WRITING

লিংক :: http://www.mediafire.com/?wmz1h0uv1ew

IELTS HANDBOOK

লিংক :: http://www.mediafire.com/?y00dzjkrfi5

IELTS SERECTS

লিংক :: http://www.mediafire.com/?m4jmmdm5ytd

IELTS SPEAKING TOPICS

লিংক :: http://www.mediafire.com/?mgouinzqytw

OXFORD IELTS BOOK

লিংক :: http://www.mediafire.com/?amnolymq33m

ACADEMIC IELTS READING

লিংক :: http://www.mediafire.com/?oznzm2fnm0m

CHECK VOCABULARY FOR IELTS

লিংক :: http://www.mediafire.com/?ymymftn2fnw

SPECIMEN MATERIALS

লিংক :: http://www.mediafire.com/?d3zu3qtimuy

IELTS PRATICE TESTS PLUS

লিংক :: http://www.mediafire.com/?ontlz25loqz

INSIGHT INTO IELTS

লিংক :: http://www.mediafire.com/?nnvhnomngt5

INSIGHT INTO IELTS EXTRA

লিংক :: http://www.mediafire.com/?ukmjz02zu12

HOW TO PREPARE FOR IELTS _SPEAKING

লিংক :: http://www.mediafire.com/?tmjmjewmmim

IELTS FULL ADVICE DETAILS

লিংক :: http://www.mediafire.com/?m4yzmkmniem

IELTS PREPARATION AND PRACTICE ACADEMIC_WRITING

লিংক :: http://www.mediafire.com/?mmrmhl2z2l1

IELTS SPEAKING REAL TEST

লিংক :: http://www.mediafire.com/?jav2ty2ddxt

IELTS WRITING AND SPEAKING EXAMPLES

লিংক :: http://www.mediafire.com/?ne1m5eznt4j

IELTS PREPARATION AND PRACTICE _READING

লিংক :: http://www.mediafire.com/?gdrmmfqcgte

Password :::www.namln.com 

If you see error when join and extract, right click at file, choose Extract Files..., then check at Keep broken files then OK ।

স্টাডি ইন পর্তুগাল



ইউরোপীয় ইউনিয়নভুক্ত পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। দেশটি মোটামোটি ভাল উন্নত। দেশটির মাথা পিছু আয় প্রায় ২২০০০ ডলার। বিভিন্ন দেশের মাথা পিছু আয় দেখতে
এই লিঙ্ক এ প্রবেশ করুন

পড়াশোনার মান;

পড়াশোনার মান বেশ ভাল। এখানে কয়েক টি ওয়াল্ড রাংকিং এউনিভার্সিটি আছে। ইউরোপীয় অন্যান্য দেশের মতো পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ব্যাচেলর ডিগ্রি কোর্স, মাস্টার্স ডিগ্রি কোর্সসহ পিএইচডি পর্যায়ের বিভিন্ন কোর্স বিদ্যমান। এখানে ব্যাচেলর কোর্সগুলো ৩-৫ বছর মেয়াদী হয়। 

টিউশন ফি;

পর্তুগালে টিউশন ফি মোটামোটি কম। সাধারনত ৭৫০-৩৭০০ ইউরো হয়ে থাকে। আমি বেশ কয়েক টি এউনিভার্সিটির লিং দিছি। দয়া করে দেখে নিন। http://www.4icu.org/pt/

এপ্লাই করা;

এপ্লাই করার দুই টা সেমিস্টার আছে পরবর্তি সেমিস্টার এ এপ্লাই এ আগ্রহী হলে সেপ্টম্বর-অক্টবর এ ডেডলাইন। এপ্লাই করার আগে মেইল করে জানান প্রতিষ্ঠানগুলোতে

পড়াশোনার ভাষা;

পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত পর্তুগিজ ভাষায় পড়াশোনা করানো হয়। মাস্টার্স এ ইংরেজিতে পড়াশোনা করা যায়। ব্যাচেলর ডিগ্রি কোর্স সাধারনত পর্তুগিজ ভাষা হয়ে থাকে। তবে অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়. ইংরেজিতে পড়াশোনা আগ্রহী হলে মিনিমাম IELTS ৫.৫ থেকে ৬.৫ লাগবে. তবে ব্যাচেলর এ IELTS ছাড়া ও পড়া যাই

লিভিং কস্ট;

এখানে থাকা খাওয়া ও অন্যান্য খরচ বাবদ একজন শিক্ষার্থীর মাসে প্রায় ২৫০€ থেকে ৩৫০€ লাগে।

কাজ; 

 বিদেশী শিক্ষার্থী সপ্তাহে ১৫-২০ ঘন্টা পার্টটাইম কাজ করতে পারে। সামার এর ছুটিতে আপনি ৯০ দিন ফুলটাইম কাজ করতে পারবেন । পার্ট টাইম কাজ করে মিনিমাম ৪৫০€ আর্ন করা যায়

পড়াশুনার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জান তে ভিসিট করুন
http://www.studyineurope.eu/study-in-portugal