পৃষ্ঠাসমূহ

Wednesday, January 21, 2015

Higher studies in Malaysia

আসসালামু অলাইকুম 
আমি আজ মালেশিয়া নিয়ে কিছু গুরুও পূর্ন তথ্য শেয়ার করব ।ইতিমধ্যে আমরা বেশ কিছু দেশ সম্পর্কে পোস্ট দিয়েছি ।যারা আমাদের গ্রুপে নতুন তারা গ্রুপে পোস্ট করার আগে গ্রপের ফাইল গুলো আগে একবার ভালো করে পড়ে নিবেন কষ্ট করে ।ইদানিং দেখাছি মালেশিয়াতে পড়াশোনা করার জন্য অনেকেই আগ্রহী ।মালেশিয়াতে বর্তমানে লেখাপড়া করার জন্য অনেক ভালো জাগয়া ও বলা যায় ।এর প্রধান শহর হল কুয়ালালামপুর ।আর্ন্তজাতিক ভাবে ইউএস ডলার গ্রহন করা হয় ।মালেশিয়া মুলত এশিয়া মহাদেশের মধ্য অবস্থিত ।মালেশিয়ার মুদ্রাকে রিংগিত বলা হয় 1 ringgit=25BDT ।

মালেশিয়া আডমিশন নেওয়া পানির মত সোজা একটা কাজ ।পেপারে আপনি হয়তো অনেক সুন্দর সুন্দর বিঞ্জাপন দেখতে পাবেন বিশেষ করে মালেশিয়ার বাপ্যারে এই যেমন ধরেন 2.5 লক্ষ টাকার প্যাকেজে মালেশিয়া মাত্র 25 দিনে ভিসা সাকসেস আর কত কিছু বলে শেষ করার নয় ।এই সব মিষ্টি কথায় ভুলে অনেকেই অনেক টাকা নষ্ট করে ।তাই একটু সচেতন হন কি ভাবে বাপের টাকা বাচানো যায় সেটা নিয়ে একটু ভাবুন কত টাকায় ই তো নষ্ট করলেন ।এবার একটু বুদ্ধি খাটান ।মালেশিয়াতে টিউশন ফি ও অনেক কম ।যারা মধ্য বিও পারিবার থেকে এসেছেন তাদের জন্য আমি মনে করি মালেশিয়াতে উচ্চ শিক্ষা গ্রহন করাটাই উওম ।

টিউশন ফি $2000-$6000 হতে পারে ।কলেজ অথবা পাবলিক ইউনিভার্সিটিতে গেলে টিউশন ফি একটু কম হয় ।অনেকেই আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে আডমিশন নেয় সেটা অনেক ব্যায় বহুল ।

SSC পাশ করার পর ও কিছু কলেজে HSC করার জন্য আডমিশন নেওয়া যায় ।IELTS আসলে ম্যানডেটরি না ।IELTS ছাড়াই আডমিশন পাওয়া যায় তবে আপনাকে ইংলিশের উপর একটা কোর্স করে নিতে হবে ।সবচেয়ে বড় বিষয় হল যে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ঘাম ঝরাতে হবে না ।

মালেশিয়ার প্রায় সব ইউনিভার্সিটিতেই অন লাইনে আবেদন করা যায় ।অন লাইনে আবেদন করার পর যদি তারা আপনাকে পেপারস পাঠাতে বলে তখন আপনি আপনার সব ডকুমেন্ট নোটারি করবেন শুধু মাত্র পাসপোর্ট টা A-Z নোটারি করতে হয় ।আডমিশন কনফর্ম হলে EMGS ফি 600$ মত পে করতে হয় ।সাথে মেডিকেল এর ডকুমেন্ট টা সেন্ড করতে হয় ।Approval পেতে সর্ব্চ্চ 50 দিন লাগতে পারে ।

মালেশিয়া তে স্কলারশিপ পাওয়ার সুযোগ খুবই কম undergraduate এ কোন স্কলারশিপ নাই শুধু ওয়েভার পাওয়া যায় ।post-graduate এবং phd এর জন্য MIS এবং commonwealth এর স্কলারশিপ পাওয়া যায় ।তবে সেক্ষেত্রে cgpa 3.50/4 পেতে হবে ।

20 hour জব পারমিট আছে সেটা ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি নিতে হয় ।জব করে সাধারনত 3-8 ringgit পাওয়া যায় প্রতি ঘন্টায় ।

লিভিং কস্ট ও খুব বেশি না 500-1000 রিংগিত লাগতে পারে ।অনেকই মনে করে credit transfer করে অন্য দেশে যাব এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার আপনাকে অব্যশই 80% মার্ক পেতে হবে ।

আর প্রাধান ব্যাপার হল দুইটা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ থাকলে তখন এটা কিছুটা সহজ হয় অনেকে সময় কিছু ইউনিভাসির্টিতে অনেক expensive হয়ে থাকে ।ইঞ্জিনিয়ারিং দিক থেকে জবে ক্ষেত্র পাওয়া যায় ।তবে PR পাওয়া ইমপসিবল ।