পৃষ্ঠাসমূহ

Thursday, September 5, 2013

স্টাডি এন্ড জব ইন নরওয়ে

আপনারা কেউ কি নরওয়েতে পড়াশোনা করতে ইচ্ছুক (নিজ খরচায়
অথবা বৃত্তি নিয়ে
)?
সুবিধাবলী: নরওয়ে বসবাস ও পড়াশোনার জন্য একটি উপযুক্ত স্থান।
লোকজন খুব ভাল। এখানে পড়াশোনা প্রায় ফ্রি (টিউশন ফি নেই)
নিজ খরচায় পড়াশোনা করতে আসা কোনো ছাত্র/ছাত্রী কাজ পাইনি এমন নজির নেই। নিজ খরচায় পড়তে আসা ছাত্র/ছাত্রী
প্রতিমাসে ৫,০০০ NOK (৬০,০০০... টাকা) মাত্র প্রতিদিন ২ ঘন্টা
কাজ করে। কেউ কেউ সর্বোচ্চ ২০,০০০ NOK *১৩.৫(হোটেলে
কাজ করে) পর্যন্ত আয় করে থাকে। তারা খুব ভাল রেজাল্ট নিয়ে
এখানে পড়াশোনা করছে।মাস্টার্স শেষে ভাল চাকুরী অথবা PhD’র
অফার পেতে পারেন (বেতন ৩০,০০০ NOK * ১৩.৫ টাকা), যদি আপনার ভাল রেজাল্ট থাকে এবং ভাগ্যবান হন। কাজ পেলে (১০০%),৩ বছরের
মধ্যে আপনি নরওয়েতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
এবং নাগরিকত্ব পাবেন। For self finance: আপনি এডমিশন পেলে আপানকে ৯০,০০০ NOK
(৫-৬ মাসের জন্য ) নরওয়েজীয়ান বিশ্ববিদ্যালয় পড়ার ভিসা পাওয়ার
জন্য দেখাতে হবে। যখন আপনি ভিসা পাবেন এবং নরওয়েতে পৌঁছাবেন
(আগস্ট-সেপ্টেম্বর)আপনি আপনার ৯০,০০০ NOK দেশে পাঠাতে
পারবেন। যদি আপনি ভিসা না পান বিশ্ববিদ্যালয় আপনার টাকা
বাংলাদেশি একাউন্টে ফেরত পাঠাবে। এই সময়ে ডলারের দামের তারতম্যের জন্য আপনার কিছু লাভ-ক্ষতি হতে পারে। সাধারনত ২০
-৩০,০০০ টাকা ক্ষতি হতে পারে।(আমি নিশ্চিত নই।) খরচ: আপনি যদি ৫০০০ NOK আয় করেন ঘর ভাড়া ২৯০০ NOK + খাওয়া
খরচ ৬০০ NOK এর মত। অধিকাংশ ছাত্ররা যারা ৫০০০ NOK আয়
করে সাধারনত সঞ্চয় করতে পারে না, কিন্তু এটা আপনার উপর নির্ভর
করবে। আপনি চেষ্টা করলেই ১০০০ NOK সঞ্চয় করতে পারবেন।
আপনি যদি দুই ঘন্টার বেশি কাজ করেন তাহলে প্রতিমাসে ৭-৮,০০০
NOK সঞ্চয় করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করবে। আপনি ভাল রেজাল্ট চান না টাকা আয় করতে চান? কিন্তু কিছু ছাত্ররা
উভয়টি করছে। প্রচুর টাকা উপার্জন করছে এবং ভাল ফলও আছে। আপনার মাস্টারস শেষে ডেনমার্কের গ্রীন কার্ডের জন্য আবেদন
করতে পারবেন অথবা নরওয়েতে নতুন MSc / নরওয়েজিয়ান ভাষা
শিক্ষা কোর্সে ভর্তি হতে পারবেন। কোনো ভিসা সমস্যা ছাড়া
নরওয়েতে ৩ বছর থাকতে পারবেন। এই ৩ বছরের মধ্যে আপনার অন্য
কাজ/পিএইচডি /অন্য কিছু খুঁজে নিতে হবে। আপনি যদি অন্য কিছু
ব্যবস্থা করতে না পারেন নরওয়ে থেকে আপনার আর ভিসা বর্ধিত করা হবে না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। খুব কম সংখ্যক
ছাত্র ৩-৪ বছরের বেশি ভিসা সমস্যা ছাড়া বাস করছে। সুতরং, আপনার
ক্ষেত্রে কি হবে আমি জানিনা। বৃত্তি মুল্য নরওয়েতে (in project)
অনেক বেশি মাসে ৩-৪ লাখ টাকার বেশি (withট্যাক্স) সুতরাং আপনি
যদি ভাগ্যবান হন পেতে পারেন। অনেক বাংলাদেশি ছাত্র এটা পেয়েছে
এবং ভালভাবে থাকছে।

No comments:

Post a Comment