পৃষ্ঠাসমূহ

Friday, September 6, 2013

জার্মানীতে Bachelor পড়তে হলে যা যা করতে হবে

জার্মানিতে এসেই BACHELOR PROGRAM এ পড়ার সুযোগ পাবে না, 
কারন জার্মানীতে বেশীরভাগ ভারসিটিতে জার্মান ভাষায় পড়ানো হয় (জার্মান ভাষার program এ যা শতকরা ৯৯%) 

Minimum ১ বছর থেকে ১.৫ বছর Studienkolleg করতে হবে। তারপর পরীক্ষা দিয়ে নির্ধারিত মাত্রার গ্রেড পেলে তবেই BACHELOR PROGRAM এ enroll হওয়ার সুযোগ পাবে। 
click here to know all about “Studienkolleg”: http://www.studienkollegs.de/en/14309/index.html

অথবা বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ে ২ বছর সফলভাবে পড়ে সেই সার্টিফিকেট এবং সাথে সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ মিনিমাম B1 লেভেল দেখাতে পারলে অনেক সময়ই জার্মান ভাষার ব্যাচেলর কোর্সে সরাসরি এডমিশন পাওয়া যায়।

► যদি আপনার কোন confusion থাকে, দয়া করে যেই ইউনিভার্সিটিতে ব্যাচেলর পড়তে চান , তাদের ইমেল করুন। জিজ্ঞেস করুন, তারা আপনার ১/১.৫/২ বছরে করা কোর্সগুলোর জন্য Studienkolleg ছাড়া সরাসরি এডমিশন দেবে কিনা ? অবশ্যই ইমেল করার আগে তাদের IELTS and German Lang. requirements টা দেখে নিবেন। কোথায় পাবো ইমেল এড্রেস? খুবই সহজ। DAAD এ কোর্স খুঁজে নিয়ে দেখবেন ডান পাশে ইমেল এড্রেস দেয়া আছে অথবা সরাসরি ইউনি. ওয়েবসাইট এও পাবেন ইমেল এড্রেস। For Course search: http://www.daad.de/deutschland/studienangebote/en/

Anyway, u can always ask the course coordinator of ur desired sub. univ. if they accept Credit Transfer or not. But fact is, they generally do NOT. Thank you.Probable reason: Credit transfer from bangladesh is not possible because all the universities of Bangladesh maintain RCTS (Regional Credit Transfer System) and the universities of Germany maintain ECTS (Europian Credit Transfer System which every semester contains 30 ECTS credit and FULL programm 210 ECTS credit.)

যারা ব্যাচেলর করতে আগ্রহী Rhine waal university of applied science এ সবগুলা কোর্স ইংলিশে। কেউ যদি করতে চাও তাইলে এই ইউনিভার্সিটি একটা ভালো অপশন।…কিন্তু প্রবলেম হইল ইউনিভার্সিটিটা একেবারে নতুন। আর ইউনিভার্সিটিটা যেই শহরে সেইখানে ল্যাঙগুয়েয না জানলে জব ও খুব এভেইলেভল না. ইউনিভারসিটি WEBSITE এ যেয়ে ভালো করে এডমিশন পদ্ধতি পড়ে পেপারস পাঠালে এডমিশন হয়ে যাবে। ’Rhine-Waal University of Applied Sciences’: http://www.hochschule-rhein-waal.de/en/academic-studies/specialty-fields.html

1.জার্মানীতে ইংলিশ মিডিয়ামে পড়তে হলে ১/২বছর ভালো ভাবে বা;লাদেশের  যেকনো ভারসিটি থেকে পড়তে হবে
2.আই এল টি এস এ ৬লাগবে

জার্মানীতে Bachelor স্কলারশিপ পাওয়া য়ায় না৷ তবে ওখানে অনেক ভান্ড পাওয়া য়ায়৷

Studentkolleg এ জব পারমিট থাকে না৷ তবে অনেকেই জব করতেছে

No comments:

Post a Comment