পৃষ্ঠাসমূহ

Thursday, September 5, 2013

স্টাডি ইন রাশিয়া

যারা রাশিয়াতে পড়তে চান এই পোস্টটা তাদের জন্য ।আশা করি এই
পোস্ট টা থেকে কিছুটা হলেও উপকারে আসবে ।রাশিয়া পৃথিবীর সব
থেকে বড় একটা দেশ আয়তনে ।রাশিয়ার প্রধান শহর হল মস্কো ।এর
কিছুটা অংশ ইউরোপ এর অন্তভুক্ত আর কিছুটা এশিয়া মহা দেশের
মধ্যে ।মুদ্রা হিসেবে রুবেল প্রচলিত 1 ruble=2.5 BDT ।
তবে আর্ন্তজাতিক ভাবে ডলার গ্রহন করা হয় ।রাশিয়া তে আবেদন করতে ইচ্ছুক হলে আপনি দুই ভাবে করতে পারবেন ।রাশিয়া কালচার
সেন্টার থেকে ও আডমিশন প্রসেস করে থাকে ।সেক্ষেত্রে তাদের
কে আলাদা চার্জ দিতে হয় 40000 BDT ।নিজে প্রসেস করা আর
তাদের থেকে করা এই দুইটা সম্পূর্ন আলাদা ।প্রথমে আসা যাক
কিভাবে রাশিয়া কালচার সেন্টার থেকে করবেন ।তবে সেক্ষেত্রে
আপনার রিজাল্ট কিছুটা ভালো হতে হবে ।কোন বিষয়ে যদি C অথবা D থাকে তাহলে আপনাকে তারা গ্রহন করবে না ।আমার
জানা মতে বাংলাদেশে তিনটা রাশিয়ার কালচার সেন্টার আছে সেজন্য
আলাদা জেলা ভিত্রিক কোঠা আছে ।তাই আডমিশন প্রসেস
টা জেলা ভিত্রিক ভাবে করতে হয় ।প্রথমে আপনাকে 10000 BDT
দিয়ে ভাইভার জন্য রেজিট্রেশন করতে হবে আপনার সকল পেপারস
জমা দিয়ে ।মিনিমাম 10 দিন লাগতে পারে ভাইভার তারিখ পেতে । আপনি যদি এই ভাইভা সিলেকশন এ বাছাই হন তাহলে আপনার পেপারস
ইউনিভার্সিটিতে পাঠানো হবে ।আর যদি বাছাই না হন
তাহলে আপনাকে সম্পূর্ন টাকা ফেরত দেওয়া হবে ।তবে ভয়ের কিছু নাই
ভাইভাতে সিলেকশন হতে খুব বেশী দুর্ভোগ পোহাতে হবে না ।
রাশিয়া কালচার সেন্টার থেকে করলে আপনাকে অবশ্যই PEOPLE'S
FRIENDSHIP UNIVERSITY OF RUSSIA-Moscow (PFUR) তে যেতে হবে যত দূর আমি জানি এই ইউনির্ভারস
িটি ছাড়া আর কোন ইউনির্ভারসিটিতে আডমিশন প্রসেস করে না ।
তবে আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষাতে পড়তে যেতে হবে কারন
রাশিতে ইংলিশ মিডিয় নাই বললেই চলে ।আর ওই ইউনির্ভারসিটিতে শুধু
একটা বিষয় ইংলিল মিডিয়াম এ আছে আর সেটা হল মেডিসিন ।তবে আর
যাই হোক আপনি এখানে বড় একটা সুযোগ পাবেন আর সেটা হল আপনার কোন ব্যাংক সেস্টমেন্ট দেখাতে হবে না ।রশিয়ান
ভাষাতে গেলে আপনাকে 1 বছর ফাউন্ডেশন কোর্স
করতে হবে আপনার ইউনির্ভারসিটিতে আর এর জন্য
আপনাকে অনেকটা দূর্ভোগ পোহাতে হতে পারে ।কারন মূল কোর্স
এ ভর্তি হতে হলে আপনাকে 60% নম্বর পেতে হবে তার মানে হল 5
পয়েন্ট এর মধ্যে আপনি যদি 3 পয়েন্ট পান তাহলে সন্তুষ্ট ।আর নিজে প্রসেস করতে চাইলে সাধারন নিয়মে করতে হবে ।সেজন্য
আপনাকে প্রথমে রাশিয়ান embassy থেকে আপনার পেপারস
সত্যায়িত করে নিতে হবে ।ব্যাংক সেস্টমেন্ট
হিসেবে আপনাকে 3000-6000$ ডলার দেখাতে হবে ।টিউশন
ফি আপনি যাওয়ার পর ও পে করতে পারবেন ।টিউশন ফি সাধারনত
2650-8250$ পর্যন্ত হতে পারে ।মেডিকেল ইন্সুরেন্স হিসেবে আপনাকে 250$ দিতে হবে প্রতি বছর ।লিভিং কষ্ট খুব
বেশি না মস্কোতে হোস্টেলে থাকলে আপনাকে 750$
মতো লাগতে পারে ।রাশিয়াতে বিদেশী ছাত্রদে জন্য কোন পার টাইম
জবের অনুমতি নাই ।তবে ভেকেশন সময়ে তিন মাস করতে পারবেন ।
Moscow র বাইরে টিউশন কিছুটা কম হতে পারে ।
প্রথমে আপনাকে তিন মাসের জন্য ভিসা দেওয়া হবে এবং প্রথম two মাসের মধ্যে আপনাকে রাশিয়া তে পৌছাতে হবে ।ভিসা extend
নিয়ে আপনাকে কোন জামেলাতে যেতে হবে না টিউশন ফি পেয়িড করার
পর 1 বছর করে আপনার ভিসা extend হবে ইউনির্ভারসিটি থেকে ।
স্কলারশিপ এর ও সুযোগ আছে সেজন্য আপনাকে পরাষ্ট্র
মন্তলায়ে আবেদন করতে হবে ।IELTS ছাড়া ও ইংলিশ মিডিয়াম এর
জন্য আবেদন করতে পারবেন তবে টিউশন ফি একটু বেশি হতে পারে সেজন্য ফাউন্ডেশন কোর্স করতে হবে না ।ব্যাচেলর
প্রগ্রাম 4 বছর এবং মাস্টার্স প্রগ্রাম 2 বছর ।দুইটা সেমিস্টার এ
সাধারনত ক্লাস শুরু হয় 1 september এবং february ।

No comments:

Post a Comment