পৃষ্ঠাসমূহ

Monday, September 16, 2013

Study in Belgium

Belgium is situated in west part of Europe. It's included in European Union. And also Belgium is the founder of EU. Economical condition so much well. Here GDP rate more than $45000 per capita. I think,  Belgium is wonderful choise to study

Language; 

Here, the language is Dutch. If you are interested to study here, you have to know the basic level of dutch. But you can study in English medium in Belgium. Most of the program taught in Dutch language. 

Study level;
You can study at bachelor masters and Phd level. Duration of bachelor level is 3-4 years in belgium. First choose what your target.

Tuition fees;

Here tuition fees is so much less than others EU countries. Tuiotion fees depends on university to university. But in avarage, 450-1500 euro. You can search here to know tuition and university ranking

Living cost;

Here, you can bear your whole cost like room rent, foods, transportation and others expenses within
300-450 euro

Job; 

15-20 hours are allowed per week for international students. You can work full time  in weekend and also full time In summer for 3 months.

Bank statement; 

You  have to show 7500 euro as a bank statement. After getting visa you can easily withdraw your full money. 

Scholarships in Belgium; 

There are some scholarships for international students. You have to have patient to search scholarship 
See here for scholarship 


Apply procedure; 

If you are interested to study in Belgium, you can apply for next semester until October. At first choose your university and ask how to I apply to university admission office, then they will tell you everything apply procedure. If you get admission letter, you have to go India for visa. 

For more info about study in Belgium search here

See more

Saturday, September 14, 2013

স্টাডি ইন পোল্যান্ড

পোল্যান্ড ইউরোপের ইউনিয়ন ভুক্ত একটি দেশ । ইউরোপিয়ান ইউনিয়ন মানে আপনে চাইলে সহজেই অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারবেন । মোট ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি হলো২৬/২৭ টি যেখানে সহজে যেতে পারবেন কোন ভিসা ছাড়া । বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা এসব দেশে বেশি দিন থাকে না কারন কাজ পাওয়া কঠিন ও বেতন কম । আশেপাশের দেশগুলো হলো জার্মানি চেক-প্রজাতন্র লিথুনিয়া ইউক্রেন স্লভাকিয়া বেলারুশ । এটি একটি মধ্যম আয়ের দেশ । সমাজতান্রিক দেশ পোল্যান্ড । সংস্কৃতি অন্য দেশ থেকে ভিন্ন এদেশের । 

পড়াশুনার মান বেশ ভালো এখানে । এদেশের ডিগ্রি 
অন্যসকল দেশে বেশ প্রচলিত । সব ধরনের ডিগ্রি এখানে করা যায় যেমন ব্যাচেলোর মাস্টারস ও পিএসডি । ইংলিশ মিডিয়ামে পড়াশুনা ও করা যায় এখানে । 

অনেক ভারসিটিতে আই এল টিএস ছাড়া ও পড়াশুনা করা যায় তবে ইউনিভারসিটি থেকে skype এর মাধ্যমে ইনটারভিউ হয়ে থাকে আবার ইংলিশ কোর্স ও করা লাগতে পারে মানে প্রিপারটি কোর্স । Ielts দিয়ে গেলে ৫-৬ পয়েন্ট হলে চলবে । Ielts থাকলে ভিসা পাওয়া সহজ হয়ে থাকে । বলতে পারেন ১০০% ভিসা পাওয়া যায় ।

এখানে বড় ধরনের স্কলারশিপ পাওয়া যায় না । তবে যদি কেউ ভালো রেসাল্ট করে পোল্যান্ড ইউনিভারসিটিতে তাহলে ছোট-খাটো স্কলারশিপ পেতে পারেন । 

পড়াশুনা করতে টিউশন ফি লাগে ২০০০-৩৫০০ ইউরো প্রতি বছর । 
পোল্যান্ড এ বিশ্ববিদ্যালয় এর র‍্যাংকিং ও টিউশন ফিস দেখতে ভিসিট করুন 
নিছের লিংক এ প্রবেশ করতে হবে এখানে যাওয়ার পর বামে সাবজেক্ট এবং ব্যাছেলোর/ মাস্টারস সিলেক্ট করে দেন এরপর সাবজেক্ট ওনুযায়ি ইউনিভারসিটির লিস্ট আসবে । এখান থেকে টিউশন ফিস পছন্দ হলে ইউনিভারসিটি সিলেক্ট করে ই-মেইল করতে হবে যদি পড়তে চান । 
নিছে কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা দিলাম দেখে নিতে পারেন 
১। university of Warsaw 
২। Jagiellonian University
৩। Adam Mickiewicz University
৪। AGH University of Science and Technology
৫। Koszalin University of Technology
৬। University of Lodz
৭। University of Silesia
৮। Nicolaus Copernicus University
৯। Warsaw School of Economics
১০। Technical University of Lodz

কাজের অবস্থা তেমন ভালো না । স্টুডেন্টরা ১ সেমিস্টার পর থেকে কাজের সুযোগ পাই । ৩০০-৪০০ ইউরো বেতন পাওয়া যায় প্রতিমাসে । যা দিয়ে একজন ছাত্র living cost+tuition fees বিয়ার করা সম্ভব হয় না । এখানে যারা পড়াশুনা করে বেশিরভাগ ই নিজস্য টাকা দিয়ে পড়াশুনা করতে হয় ।তবে টিউশন ফিস অনেকাংশ ই বিয়ার করা সম্ভব যদি ভালো জব পাওয়া যায় ।

লিভিংকস্ট অনেক কম এখানে । থাকা-খাওয়ার জন্য মাসে ১৫০-২৫০ লাগবে । তবে মানুষভেদে খরচ কম বেশি হতে পারে । 

পোল্যান্ড এ এপ্লাই করতে চাইলে এখন ই প্রসেসিং করতে পারেন । আগে ইউনিভারসিটি চয়েস করে  ই-মেইল করতে হবে তারপর তারা ইন্সট্রাকসন দিবে কিভাবে কি করতে হবে (apply processing)
তবে pepars legalization করতে হবে । 

কিভাবে legalization করতে হবে জেনে নিন ; legalization করতে হলে ইন্ডিয়া যেতে হবে না হলে পলিস কনসালেট অফিসে যোগাযযোগ করতে পারেন । বনানী তে পলিস কনসালেট আসে । আরেকটা সিসটেম আসে সেটা হলো মেইন পেপারস পোল্যন্ড এ সেন্ড করতে হবে । 
আজ এখানেই বিদায় আগামি তে লিথুনিয়া এসতোনিয়া নিয়ে আলোচনা করবো । ধন্যবাদ

Sunday, September 8, 2013

কোন কোন দেশে ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে?

ব্যংক স্টেটমেন্ট দেখাতে হয় মূলত যেই দেশে যাবেন ঐ দেশে যাওয়ার পর থাকা খাওয়ার জন্য জাস্ট ফরমালিটি ।

1. অস্ট্রেলিয়ার জন্য দেখাতে হবে ৪০-৪৫ লক্ষ টাকা

2. আমেরিকার জন্য দেখাতে হবে ১৫-২৫ লক্ষ টাকা

3. কানাডার জন্য দেখাতে হবে ২৫-৩৫ লক্ষ টাকা

4. ব্রিটেন এর ক্ষেত্রে ১০০০০ পাউন্ড.= ১২ লক্ষ টাকা 

5. সুইডেনের ক্ষেত্রে ১০.৫ লক্ষ টাকা 

6. ফিনলান্ডের ক্ষেত্রে ৬৭২০ ইউরো । প্রায় ৭ লক্ষ টাকা

7. আয়ারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো = ৮ লক্ষ টাকা 

8. অস্ট্রিয়া এর ক্ষেত্রে ৬৫০০ ইউরো = ৬ লক্ষ ৫০ হাজার টাকার বেশি

9. পোল্যান্ড ৫৫০০-৬৫০০ USD . ৪-৫ লক্ষ টাকা প্রায় 

10. লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ৫০০০-৬৫০০ ইউরো = ৫-৭লক্ষ টাকা

11. ইতালির ক্ষেত্রে ৭০০০-৭৫০০ ইউরো= ৭-৮লক্ষ টাকা 

12. নেদারল্যান্ড এর ক্ষেত্রে ৭৫০০ ইউরো =৭.৫ লক্ষ টাকা 

13. বেলজিয়াম এর জন্য ৭০০-৭৫০০ ইউরো= ৭-৭.৫ লক্ষ

14. পর্তুগালের জন্য ৫০০০-৬০০০ ইউরো =৫-৬ লক্ষ টাকা

15. স্পেন এর ক্ষেত্রে ৬০০০-৭০০=৬-৭ লক্ষ .
রোমানিয়া , বুলগেরিয়া এর ক্ষেত্রে ৫০০০-৬০০০=৫-৬লক্ষ টাকা

16. সাইপ্রাস এর ক্ষেত্রে ৫০০০ ইউরো = ৫ লক্ষ টাকা 

17. জার্মানি এর ক্ষেত্রে ব্লক একাউন্ট দেখাতে হবে . দেশ থেকে দেখাতে হবে ৭৯০৮ যাওয়ার পর ৮০৪০ ইউরো দেখাতে হবে 

18. নরওয়ের জন্য ১২৫০০ ইউরো= ১৩ লক্ষ টাকা  ব্লক একাউন্ট দেখাতে হবে 

তবে কিছু কম বেশি হতে পারে । যখন যাবেন তখন ইউনিভারসিটি বলে দেবে কত ব্যাংক এ রাখতে হবে ।

স্টাডি ইন ইতালি

ইউরোপ এর অন্যতম দেশ ইতালি । এটি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ । অর্থনৈতিক অবস্থা এখন অনেক টা ভাল না ৷ ইতালির পড়াশোনার মান বিশ্ব ব্যাপি । এদেশের ডিগ্রি বিশ্বমানের । অন্যান্য দেশের পচুর স্টুডেন্ট আসে পড়াশুনা করতে তবে বাংলাদেশি স্টুডেন্ট খুবিই কম মাস্টারসে যাই কিছু আছে ব্যাচেলর তা ও নাই। এর প্রধান কারন হলো সবাই সঠিক ইনফরমেশন জানে না । 

ইতালিতে পড়াশোনার খরচ খুবিই কম   
৭৫০-১৮০০ ইউরো হয়ে থাকে প্রতি বছর । লিভিং কস্ট ও অনেক কম অন্য ইউরিপিয়ান দেশের তুলনায় । প্রতি মাসে ২৫০-৩৫০ ইউরো লাগবে থাকা-খাওয়ার ও অন্যান্য খরচ মিলিয়ে। 

ইতালিতে যারা পরাশোনা করতেছে বশিরভাগ স্টুডেন্ট ই স্কলারশিপ নিয়ে পরতেছে । স্কলারশিপ এর পচুর সম্ভাবনা রয়েছে এখানে তবে যদি কেউ হোম কান্ট্রি থেকে না পাই তাহলে ইতালিতে অনেক ফান্ড এর ব্যাবস্থা আছে. সর্বপুরি বলা যায় ইতালি স্টুডেন্টদের জন্য ভালই । 

এই লিংক এ যান স্কলারশিপ এর জন্য 


এখানে জব এর সমস্যা আছে তবে পরালেখা চালানো সম্ভব ফান্ড এর ব্যাবস্থা সহজে করতে পারবেন আর জব পেলেতো কোন কথায় নাই অনেক সময় বিশ্ববিদ্যালয় ই স্টুডেন্টদের জন্য জব এর ব্যাবস্থা করে দেয় । সব যেয়ে বড় কথা হলো ইংলিশ মিডিয়ামে পরতে পারবেন যেকনো লেভেলে । এখন সব ইউনিভারসিটিতে ইংলিশ মিডিয়ামে পড়ার ব্যাবস্থা করছে ইতালিয়ান সরকার । এখানে পরিবার নিয়ে আসা যায় । 

নিছে বেশ কিছু ইউনিভারসিটির তালিকা দিলাম
১। university of Milan 
২। university of Rome
৩। university of Bologna 
৫। university of Florence 
৬। university of Pisa 
৭। university vanish 
৮। polytechnic university of Turin 
৯। John Cabot university 
১০। university of padova 

এই লিং এ গিয়ে ইউনিভারসিটির র‍্যাংকিং ও টিউশন ফি দেখে নিন


ইংলিশ মিডিয়ামে পড়তে হলে আই এল টিএস লাগবে ব্যাচেলোর এ ৫.৫ হলে এপ্লাই করতে পারবেন তবে ৬ হলে সব ইউনিভারসিটিতে এপ্লাই করতে পারবেন মাস্টারস ৬ হলে চলবে । 

এপ্লাই করার আগে একবার ভালো করে ইউনিভারসিটির ওয়েবসাইটে ঘুরে আসুন এবং ই-মেইল করুন পারলে ফোন ও করতে পারেন । 

ভিজিট করুন ইতালিয়ান শিক্ষা বিষয়ক পোর্টাল http://www.study-in-italy.it/  এই ওয়েবসাইটে ।

Friday, September 6, 2013

International Master Programs in Different German Universities

For 'English taught courses search' please visit: 1. http://www.daad.de/deutschland/studienangebote/
in_Germany 
Technical University Darmstadt: 
1. Electrical Power Engineering 2. Distributed Software Systems 3. Information and Communication Engineering 4. International Cooperation and Urban Development 5. Materials Science 6. Tropical Hydrogeolgy, Engineering Geology and
Environmental Management (TropHEE) 
Technical University Munich: 
1. Advanced Construction and Building Technology 2. Advanced Materials Science (Elite graduate
program) 3. Aerospace Engineering (GIST-TUM Asia) 4. Applied and Engineering Physics 5. Biomedical Computing 6. Cartography 7. Communications Engineering 8. Computational Mechanics (with Elite graduate
program) 9. Computational Science and Engineering (with Elite
graduate program) 0. Consumer Affairs 1. Environmental Engineering 2. SPACE-Earth Oriented Space Science and
Technology 3. Industrial Chemistry (GIST-TUM Asia) 4. Informatics 5. Integrated Circuit Design (GIST-TUM Asia) 6. Intellectual Property and Competition Law
(Executive) 7. Land Management and Land Tenure (Executive) 8. MBA (Executive) - field of study: Innovation and
Business Creation 9. 
Microelectronics (GIST-TUM Asia) 0. Nutrition and Biomedicine 1. Power Engineering 2. Research on Teaching and Learning 3. Sustainable Resource Management 4. Transport and Logistics (GIST-TUM Asia) 5. Transportation Systems Technical 
University Dresden: 
1. ACCESS - Advanced Computational and Civil
Engineering Structural Studies (Master) 2. Cartography (Master) 3. Computational Logic (Master) 4. Distributed Systems Engineering (Master) 5. Hydro Science and Engineering (Master) 6. Molecular Bioengineering (Master) 7. Nanobiophysics (Master) 8. Nanoelectronic Systems (Master) 9. Organic and Molecular 
Electronics (Master) 0. Regenerative Biology and Medicine (Master) 1. Tropical Forestry and Management (Master) University of Ulm: 1. Communications Technology (Intake: Summer
semester), 2 Majors: Communication Engineering
and Microelectronics 2. Energy Science & Technology (Intake: Winter semester) 3. Advanced Materials 4. Finance 5. Molecular Medicine (MSc/PhD) University of Bonn: 1. Molecular Biotechnology 2. Life & Medical Sciences (LIMES) 3. Neurosciences 4. Drug Research 5. Plant Sciences 6. Organismic Biology, Evolutionary Biology and
Paleaobiology 7. Life Science Informatics(LSI) 8. Mathematics 9. Astrophysics 0. Physics 1. Computer Science 2. Agricultural Sciences and Resource Management
in the Tropics and Subtropics (ARTS) 3. Food and Resource Economics 4. Economics Universität Bremen: 1. Biochemistry & Molecular Biology 2. Communication & Information Technology 3. Digital Media 4. Ecology 5. Environmental Science 6. Information and Automation Engineering 7. Int. Studies in Aquatic Tropical Ecology 8. Marine Biology 9. Marine Geosciences 0. Marine Microbiology 1. Materials Chemistry and Mineralogy 2. Neurosciences Technical University Berlin: University of Rostock 1.Computational Engineering University of Kassel: 1. Electrical Communication Engineering University of Siegen: 1. International Graduate Studies in Mechatronics
(Master) 2. Master in Economic Policy (MEPS) 3. International Graduate Studies in Chemistry
(Master) University of Stuttgart: 1.Air Quality Control, Solid Waste and Waste Water
Process Engineering (WASTE)
2.Computational Mechanics of Materials and
Structures (COMMAS)
3.Geomatics Engineering (GEOENGINE)
4.Infrastructure Planning 5.Information Technology (INFOTECH)
6.PHYSICS
7.Integrated Urbanism and Sustainable Design MSc
8.Water Resources Engineering and Management
(WAREM) Notes:WAREM and physics has some good
scholership option,INFOTECH is both for CSE and
EEE students Sources: http://www.uni-stuttgart.de/studieren/ angebot/master_international/index.html Karlsruhe Institute of Technology: 1. Optics and Photonics (Masters) 2. Mechanical Engineering (Bachelors) 3. Electrical Engineering and Information Technology
(Masters) Berlin School of Economics and Law 1. International Marketing Management Darmstadt University of Applied Sciences
1. Electrical Engineering & Information technology
( Masters)