পৃষ্ঠাসমূহ

Thursday, September 5, 2013

স্টাডি এন্ড জব ইন নরওয়ে

আপনারা কেউ কি নরওয়েতে পড়াশোনা করতে ইচ্ছুক (নিজ খরচায়
অথবা বৃত্তি নিয়ে
)?
সুবিধাবলী: নরওয়ে বসবাস ও পড়াশোনার জন্য একটি উপযুক্ত স্থান।
লোকজন খুব ভাল। এখানে পড়াশোনা প্রায় ফ্রি (টিউশন ফি নেই)
নিজ খরচায় পড়াশোনা করতে আসা কোনো ছাত্র/ছাত্রী কাজ পাইনি এমন নজির নেই। নিজ খরচায় পড়তে আসা ছাত্র/ছাত্রী
প্রতিমাসে ৫,০০০ NOK (৬০,০০০... টাকা) মাত্র প্রতিদিন ২ ঘন্টা
কাজ করে। কেউ কেউ সর্বোচ্চ ২০,০০০ NOK *১৩.৫(হোটেলে
কাজ করে) পর্যন্ত আয় করে থাকে। তারা খুব ভাল রেজাল্ট নিয়ে
এখানে পড়াশোনা করছে।মাস্টার্স শেষে ভাল চাকুরী অথবা PhD’র
অফার পেতে পারেন (বেতন ৩০,০০০ NOK * ১৩.৫ টাকা), যদি আপনার ভাল রেজাল্ট থাকে এবং ভাগ্যবান হন। কাজ পেলে (১০০%),৩ বছরের
মধ্যে আপনি নরওয়েতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
এবং নাগরিকত্ব পাবেন। For self finance: আপনি এডমিশন পেলে আপানকে ৯০,০০০ NOK
(৫-৬ মাসের জন্য ) নরওয়েজীয়ান বিশ্ববিদ্যালয় পড়ার ভিসা পাওয়ার
জন্য দেখাতে হবে। যখন আপনি ভিসা পাবেন এবং নরওয়েতে পৌঁছাবেন
(আগস্ট-সেপ্টেম্বর)আপনি আপনার ৯০,০০০ NOK দেশে পাঠাতে
পারবেন। যদি আপনি ভিসা না পান বিশ্ববিদ্যালয় আপনার টাকা
বাংলাদেশি একাউন্টে ফেরত পাঠাবে। এই সময়ে ডলারের দামের তারতম্যের জন্য আপনার কিছু লাভ-ক্ষতি হতে পারে। সাধারনত ২০
-৩০,০০০ টাকা ক্ষতি হতে পারে।(আমি নিশ্চিত নই।) খরচ: আপনি যদি ৫০০০ NOK আয় করেন ঘর ভাড়া ২৯০০ NOK + খাওয়া
খরচ ৬০০ NOK এর মত। অধিকাংশ ছাত্ররা যারা ৫০০০ NOK আয়
করে সাধারনত সঞ্চয় করতে পারে না, কিন্তু এটা আপনার উপর নির্ভর
করবে। আপনি চেষ্টা করলেই ১০০০ NOK সঞ্চয় করতে পারবেন।
আপনি যদি দুই ঘন্টার বেশি কাজ করেন তাহলে প্রতিমাসে ৭-৮,০০০
NOK সঞ্চয় করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করবে। আপনি ভাল রেজাল্ট চান না টাকা আয় করতে চান? কিন্তু কিছু ছাত্ররা
উভয়টি করছে। প্রচুর টাকা উপার্জন করছে এবং ভাল ফলও আছে। আপনার মাস্টারস শেষে ডেনমার্কের গ্রীন কার্ডের জন্য আবেদন
করতে পারবেন অথবা নরওয়েতে নতুন MSc / নরওয়েজিয়ান ভাষা
শিক্ষা কোর্সে ভর্তি হতে পারবেন। কোনো ভিসা সমস্যা ছাড়া
নরওয়েতে ৩ বছর থাকতে পারবেন। এই ৩ বছরের মধ্যে আপনার অন্য
কাজ/পিএইচডি /অন্য কিছু খুঁজে নিতে হবে। আপনি যদি অন্য কিছু
ব্যবস্থা করতে না পারেন নরওয়ে থেকে আপনার আর ভিসা বর্ধিত করা হবে না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। খুব কম সংখ্যক
ছাত্র ৩-৪ বছরের বেশি ভিসা সমস্যা ছাড়া বাস করছে। সুতরং, আপনার
ক্ষেত্রে কি হবে আমি জানিনা। বৃত্তি মুল্য নরওয়েতে (in project)
অনেক বেশি মাসে ৩-৪ লাখ টাকার বেশি (withট্যাক্স) সুতরাং আপনি
যদি ভাগ্যবান হন পেতে পারেন। অনেক বাংলাদেশি ছাত্র এটা পেয়েছে
এবং ভালভাবে থাকছে।

স্টাডি ইন রাশিয়া

যারা রাশিয়াতে পড়তে চান এই পোস্টটা তাদের জন্য ।আশা করি এই
পোস্ট টা থেকে কিছুটা হলেও উপকারে আসবে ।রাশিয়া পৃথিবীর সব
থেকে বড় একটা দেশ আয়তনে ।রাশিয়ার প্রধান শহর হল মস্কো ।এর
কিছুটা অংশ ইউরোপ এর অন্তভুক্ত আর কিছুটা এশিয়া মহা দেশের
মধ্যে ।মুদ্রা হিসেবে রুবেল প্রচলিত 1 ruble=2.5 BDT ।
তবে আর্ন্তজাতিক ভাবে ডলার গ্রহন করা হয় ।রাশিয়া তে আবেদন করতে ইচ্ছুক হলে আপনি দুই ভাবে করতে পারবেন ।রাশিয়া কালচার
সেন্টার থেকে ও আডমিশন প্রসেস করে থাকে ।সেক্ষেত্রে তাদের
কে আলাদা চার্জ দিতে হয় 40000 BDT ।নিজে প্রসেস করা আর
তাদের থেকে করা এই দুইটা সম্পূর্ন আলাদা ।প্রথমে আসা যাক
কিভাবে রাশিয়া কালচার সেন্টার থেকে করবেন ।তবে সেক্ষেত্রে
আপনার রিজাল্ট কিছুটা ভালো হতে হবে ।কোন বিষয়ে যদি C অথবা D থাকে তাহলে আপনাকে তারা গ্রহন করবে না ।আমার
জানা মতে বাংলাদেশে তিনটা রাশিয়ার কালচার সেন্টার আছে সেজন্য
আলাদা জেলা ভিত্রিক কোঠা আছে ।তাই আডমিশন প্রসেস
টা জেলা ভিত্রিক ভাবে করতে হয় ।প্রথমে আপনাকে 10000 BDT
দিয়ে ভাইভার জন্য রেজিট্রেশন করতে হবে আপনার সকল পেপারস
জমা দিয়ে ।মিনিমাম 10 দিন লাগতে পারে ভাইভার তারিখ পেতে । আপনি যদি এই ভাইভা সিলেকশন এ বাছাই হন তাহলে আপনার পেপারস
ইউনিভার্সিটিতে পাঠানো হবে ।আর যদি বাছাই না হন
তাহলে আপনাকে সম্পূর্ন টাকা ফেরত দেওয়া হবে ।তবে ভয়ের কিছু নাই
ভাইভাতে সিলেকশন হতে খুব বেশী দুর্ভোগ পোহাতে হবে না ।
রাশিয়া কালচার সেন্টার থেকে করলে আপনাকে অবশ্যই PEOPLE'S
FRIENDSHIP UNIVERSITY OF RUSSIA-Moscow (PFUR) তে যেতে হবে যত দূর আমি জানি এই ইউনির্ভারস
িটি ছাড়া আর কোন ইউনির্ভারসিটিতে আডমিশন প্রসেস করে না ।
তবে আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষাতে পড়তে যেতে হবে কারন
রাশিতে ইংলিশ মিডিয় নাই বললেই চলে ।আর ওই ইউনির্ভারসিটিতে শুধু
একটা বিষয় ইংলিল মিডিয়াম এ আছে আর সেটা হল মেডিসিন ।তবে আর
যাই হোক আপনি এখানে বড় একটা সুযোগ পাবেন আর সেটা হল আপনার কোন ব্যাংক সেস্টমেন্ট দেখাতে হবে না ।রশিয়ান
ভাষাতে গেলে আপনাকে 1 বছর ফাউন্ডেশন কোর্স
করতে হবে আপনার ইউনির্ভারসিটিতে আর এর জন্য
আপনাকে অনেকটা দূর্ভোগ পোহাতে হতে পারে ।কারন মূল কোর্স
এ ভর্তি হতে হলে আপনাকে 60% নম্বর পেতে হবে তার মানে হল 5
পয়েন্ট এর মধ্যে আপনি যদি 3 পয়েন্ট পান তাহলে সন্তুষ্ট ।আর নিজে প্রসেস করতে চাইলে সাধারন নিয়মে করতে হবে ।সেজন্য
আপনাকে প্রথমে রাশিয়ান embassy থেকে আপনার পেপারস
সত্যায়িত করে নিতে হবে ।ব্যাংক সেস্টমেন্ট
হিসেবে আপনাকে 3000-6000$ ডলার দেখাতে হবে ।টিউশন
ফি আপনি যাওয়ার পর ও পে করতে পারবেন ।টিউশন ফি সাধারনত
2650-8250$ পর্যন্ত হতে পারে ।মেডিকেল ইন্সুরেন্স হিসেবে আপনাকে 250$ দিতে হবে প্রতি বছর ।লিভিং কষ্ট খুব
বেশি না মস্কোতে হোস্টেলে থাকলে আপনাকে 750$
মতো লাগতে পারে ।রাশিয়াতে বিদেশী ছাত্রদে জন্য কোন পার টাইম
জবের অনুমতি নাই ।তবে ভেকেশন সময়ে তিন মাস করতে পারবেন ।
Moscow র বাইরে টিউশন কিছুটা কম হতে পারে ।
প্রথমে আপনাকে তিন মাসের জন্য ভিসা দেওয়া হবে এবং প্রথম two মাসের মধ্যে আপনাকে রাশিয়া তে পৌছাতে হবে ।ভিসা extend
নিয়ে আপনাকে কোন জামেলাতে যেতে হবে না টিউশন ফি পেয়িড করার
পর 1 বছর করে আপনার ভিসা extend হবে ইউনির্ভারসিটি থেকে ।
স্কলারশিপ এর ও সুযোগ আছে সেজন্য আপনাকে পরাষ্ট্র
মন্তলায়ে আবেদন করতে হবে ।IELTS ছাড়া ও ইংলিশ মিডিয়াম এর
জন্য আবেদন করতে পারবেন তবে টিউশন ফি একটু বেশি হতে পারে সেজন্য ফাউন্ডেশন কোর্স করতে হবে না ।ব্যাচেলর
প্রগ্রাম 4 বছর এবং মাস্টার্স প্রগ্রাম 2 বছর ।দুইটা সেমিস্টার এ
সাধারনত ক্লাস শুরু হয় 1 september এবং february ।

Study in Netherland

যারা নেদারল্যান্ড পড়তে ইচ্ছুক পোস্টাটা তাদের জন্য ।ইউরোপের
Schengen সদস্যের অন্তর্ভূক্ত একটি দেশ ।ইউরোপের দেশ
গুলোর মধ্য অন্যতম একটি দেশ ।নেদারল্যান্ড এর অপর একটি নাম
আছে আর সেটি হল হল্যান্ড ।দেশটির প্রধান সিটি হল আমস্টারডাম
(Amsterdam) ।ইউরো ছাড়া এর নিজস্ব মুদ্রা আছে আর সেটি হল গিলডার ।নেদারল্যান্ড এর ভাষাকে ডাচ (Dutch) বলা হয় ।ইউরোপ এর
অনান্য দেশ এর তুলনার এর টিউশন ফি অনেক বেশি ।নেদারল্যান্ড
দেশটি শিক্ষার দিক থেকে ও অনেক এগিয়ে কিছু ইউনিভার্সিটির
ওয়ার্ল্ড রাংকিং আছে ।প্রতি বছর এখানে অনেক বিদেশী ছাএ
স্কলারশিপ এবং সেলফ ফিন্যান্স এ পড়তে আসে ।নেদারল্যান্ড
আডমিশন পেতে হলে আপনাকে IELTS/TOFEL এ ভালো স্কোর থাকতে হবে ।IELTS 6 এবং TOFEL 550 পেলে আডমিশন পাবেন ।
টিউশন ফি অনেক বেশি হওয়ায় বাংলাদেশী অনেক স্টুডেন্ট সেলফ
ফিন্যান্স পড়তে যায় না ।কারন পার্ট টাইম জব করে টিউশন
ফি দেওয়া সম্ভব না ।বেশির ভাগ স্টুডেন্ট বাংলাদেশ থেকে স্কলারশিপ
নিয়ে যায় ।ব্যাচেলর এ টিউশন ফি 6000-12000€ প্রতি বছর
এবং মার্স্টাসে 8000-20000€ প্রতি বছর দিতে হয় ।application fee 100€ মত দিতে হয় নন রিফাধডেবল হিসেবে ।জব
করতে হলে নেদারল্যান্ড ইমিগ্রেশন অফিস থেকে অনুমতি নিতে হয় ।
ব্যাচেলর এ সাধারনত 10 ঘন্টা এবং মার্স্টসে 20 ঘন্টা করতে পারবেন
প্রতি সপ্তাহে ।প্রতি ঘন্টায় 5-8€ করে পারেন সেটা অবশ্যই
সেটা ডাচ ভাষাতে দক্ষতা থাকতে হবে ।নেদারল্যান্ড
ইউনিভার্সিটি গুলোতে সাধারনত দুইটা semester এ ক্লাস শুরু হয় winter এবং summer ।winter semester সেপ্টেম্বর এর
দিকে এবং summer semester ফেব্রুয়ারীয় মধো শুরু ।টিউশন
ফি আর লিভিং কস্ট মিলে 13-15 লাখ টাকা দেখালেই হয় ।পেপার
পাঠানোর সময় নোটারি করলেই হয় ।PR পেতে একটু কঠিন তবে PR
5-7 থাকতে হতে পারে ।
Student accommodation: EUR 350-600 per month Loaf of bread (500g): EUR 1.30
Milk (1l): EUR 0.80
Tomatoes (1kg): EUR 2.50
Chicken breast (1kg): EUR 6.50
Meal in a cheap restaurant: EUR 10
Beer in a bar (0,5l): EUR 4 Beer in a supermarket (0,33l): EUR 0.50

Wednesday, September 4, 2013

আই এল টিএস

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা IELTS। পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা বা কাজ করতে যেতে চান, তাদের জন্য ইংরেজি ভাষার ওপর দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষা দিতে পারেন । এতে করে আপনার কাজ পেতে অথবা পড়াশোনার ব্যাপারে অনেক কাজে লাগবে । আপানর নিজের যেমন দক্ষতা বাড়বে তেমনি আপনি নিজে ও নিজের চাহিদা মত যে কোন যায়গায় উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন । তো এই বিষয়ে বিস্তারিত বলার কিছু নাই । অনেক ব্লগার ভাইরা  এই বিষয় নিয়ে লিখেছেন।

তাই এই বিষয়ে আজ কিছু বই আপনাদের সাথে শেয়ার করলাম । আপনার কাজে লাগলে ও লাগতে পারে .............

PRATICE TESTS FOR IELTS ::

T1 http://www.mediafire.com/?n4mnromy4nq
T2 http://www.mediafire.com/?mxyhkqlyylq
T3 http://www.mediafire.com/?uhhohmmjmyj
T4 http://www.mediafire.com/?cimymkguizm
T5 http://www.mediafire.com/?wtziwqjnobo
T6 http://www.mediafire.com/?m4ytim4wuuk
T7 http://www.mediafire.com/?mqeayjmwdjl
T8 http://www.mediafire.com/?w15lzmmzm4w
T9 http://www.mediafire.com/?mtni4mmnnzm
T10 http://www.mediafire.com/?lyqmznyr2mw
KEY http://www.mediafire.com/?wmdwmciy2zn

101 USEFUL EXERCISE ::

লিংক :: http://www.mediafire.com/?om2yl3gev52 

202 USEFUL EXERCISE ::

লিংক :: http://www.mediafire.com/?zowtkrxninf 

CAMBRIDGE PRATICE TESTS 1 ::

লিংক :: http://www.mediafire.com/?lzmta2mziwz 

CAMBRIDGE PRATICE TESTS 2

লিংক :: http://www.mediafire.com/?nqqgfzitjy4

BARRON’ IELTS

লিংক :: http://www.mediafire.com/?td424j2ufto

CAMBRIDGE PRATICE TESTS 3

লিংক :: http://www.mediafire.com/?wmghzqzmoeg

CAMBRIDGE PRATICE TESTS 4

লিংক :: http://www.mediafire.com/?qj15md2gewl

CAMBRIDGE PRATICE TESTS 5

লিংক :: http://www.mediafire.com/?om3zzttygrz

CAMBRIDGE PRATICE TESTS 6

লিংক :: http://www.mediafire.com/?udd5nw0zlhw

IELTS PRATICE TESTS PLUS 2

লিংক :: http://www.mediafire.com/?4m4mjdontjm

STEP UP TO IELTS

লিংক :: http://www.mediafire.com/?2m34xz2yyge

DE THI VIET CUA IELTS

লিংক :: http://www.mediafire.com/?uzcm1mztgnt

FOCUS ON IELTS

লিংক :: http://www.mediafire.com/?th2mddujzmx

IELTS FOUNDATION

লিংক :: http://www.mediafire.com/?hntqgmizgiq

IELTS ON TRACK

লিংক :: http://www.mediafire.com/?n2ihmyfujd2

PASSPORT TO IELTS

লিংক :: http://www.mediafire.com/?jtd3kl3myby

IELTS SURE SUCCESS

লিংক :: http://www.mediafire.com/?44on54i4qmg

IELTS WRITING

লিংক :: http://www.mediafire.com/?wmz1h0uv1ew

IELTS HANDBOOK

লিংক :: http://www.mediafire.com/?y00dzjkrfi5

IELTS SERECTS

লিংক :: http://www.mediafire.com/?m4jmmdm5ytd

IELTS SPEAKING TOPICS

লিংক :: http://www.mediafire.com/?mgouinzqytw

OXFORD IELTS BOOK

লিংক :: http://www.mediafire.com/?amnolymq33m

ACADEMIC IELTS READING

লিংক :: http://www.mediafire.com/?oznzm2fnm0m

CHECK VOCABULARY FOR IELTS

লিংক :: http://www.mediafire.com/?ymymftn2fnw

SPECIMEN MATERIALS

লিংক :: http://www.mediafire.com/?d3zu3qtimuy

IELTS PRATICE TESTS PLUS

লিংক :: http://www.mediafire.com/?ontlz25loqz

INSIGHT INTO IELTS

লিংক :: http://www.mediafire.com/?nnvhnomngt5

INSIGHT INTO IELTS EXTRA

লিংক :: http://www.mediafire.com/?ukmjz02zu12

HOW TO PREPARE FOR IELTS _SPEAKING

লিংক :: http://www.mediafire.com/?tmjmjewmmim

IELTS FULL ADVICE DETAILS

লিংক :: http://www.mediafire.com/?m4yzmkmniem

IELTS PREPARATION AND PRACTICE ACADEMIC_WRITING

লিংক :: http://www.mediafire.com/?mmrmhl2z2l1

IELTS SPEAKING REAL TEST

লিংক :: http://www.mediafire.com/?jav2ty2ddxt

IELTS WRITING AND SPEAKING EXAMPLES

লিংক :: http://www.mediafire.com/?ne1m5eznt4j

IELTS PREPARATION AND PRACTICE _READING

লিংক :: http://www.mediafire.com/?gdrmmfqcgte

Password :::www.namln.com 

If you see error when join and extract, right click at file, choose Extract Files..., then check at Keep broken files then OK ।

স্টাডি ইন পর্তুগাল



ইউরোপীয় ইউনিয়নভুক্ত পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। দেশটি মোটামোটি ভাল উন্নত। দেশটির মাথা পিছু আয় প্রায় ২২০০০ ডলার। বিভিন্ন দেশের মাথা পিছু আয় দেখতে
এই লিঙ্ক এ প্রবেশ করুন

পড়াশোনার মান;

পড়াশোনার মান বেশ ভাল। এখানে কয়েক টি ওয়াল্ড রাংকিং এউনিভার্সিটি আছে। ইউরোপীয় অন্যান্য দেশের মতো পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ব্যাচেলর ডিগ্রি কোর্স, মাস্টার্স ডিগ্রি কোর্সসহ পিএইচডি পর্যায়ের বিভিন্ন কোর্স বিদ্যমান। এখানে ব্যাচেলর কোর্সগুলো ৩-৫ বছর মেয়াদী হয়। 

টিউশন ফি;

পর্তুগালে টিউশন ফি মোটামোটি কম। সাধারনত ৭৫০-৩৭০০ ইউরো হয়ে থাকে। আমি বেশ কয়েক টি এউনিভার্সিটির লিং দিছি। দয়া করে দেখে নিন। http://www.4icu.org/pt/

এপ্লাই করা;

এপ্লাই করার দুই টা সেমিস্টার আছে পরবর্তি সেমিস্টার এ এপ্লাই এ আগ্রহী হলে সেপ্টম্বর-অক্টবর এ ডেডলাইন। এপ্লাই করার আগে মেইল করে জানান প্রতিষ্ঠানগুলোতে

পড়াশোনার ভাষা;

পর্তুগালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত পর্তুগিজ ভাষায় পড়াশোনা করানো হয়। মাস্টার্স এ ইংরেজিতে পড়াশোনা করা যায়। ব্যাচেলর ডিগ্রি কোর্স সাধারনত পর্তুগিজ ভাষা হয়ে থাকে। তবে অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায়. ইংরেজিতে পড়াশোনা আগ্রহী হলে মিনিমাম IELTS ৫.৫ থেকে ৬.৫ লাগবে. তবে ব্যাচেলর এ IELTS ছাড়া ও পড়া যাই

লিভিং কস্ট;

এখানে থাকা খাওয়া ও অন্যান্য খরচ বাবদ একজন শিক্ষার্থীর মাসে প্রায় ২৫০€ থেকে ৩৫০€ লাগে।

কাজ; 

 বিদেশী শিক্ষার্থী সপ্তাহে ১৫-২০ ঘন্টা পার্টটাইম কাজ করতে পারে। সামার এর ছুটিতে আপনি ৯০ দিন ফুলটাইম কাজ করতে পারবেন । পার্ট টাইম কাজ করে মিনিমাম ৪৫০€ আর্ন করা যায়

পড়াশুনার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জান তে ভিসিট করুন
http://www.studyineurope.eu/study-in-portugal